নতুন ৪৪টি নক্ষত্রের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। সম্প্রতি জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ব্যবহার করে জ্যোতির্বিজ্ঞানীরা এগুলো খুঁজে পেয়েছেন। গত ৬ জানুয়ারি, সোমবার নেচার অ্যাস্ট্রোনমি জার্নালে এ বিষয়ে একটি গবেষণা প্রকাশিত হয়েছে। নতুন আবিষ্কৃত নক্ষত্রগুলো পৃথিবী থেকে ৬৫০ কোটি আলোকবর্ষ দূরে রয়েছে। এর আগে এত দূরে একসঙ্গে এতগুলো নক্ষত্র আর পাওয়া যায়নি। নক্ষত্রগুলো খুঁজে পেয়েছেন যুক্তরাজ্যের ডারহাম বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী। তাদের নেতৃত্ব দেন একই বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ ডেভিড লাগাতুতা ও ম্যাথিল্ড জাউজাক।
নক্ষত্রগুলো রয়েছে ড্রাগন আর্ক গ্যালাক্সিতে। এতদিন এসব নক্ষত্র দেখা যায়নি, কারণ ওগুলো ড্রাগন আর্ক অ্যাবেল ৩৭০ নামে একটি গ্যালাক্সির পেছনে লুকিয়ে ছিল। ‘মহাকর্ষীয় লেন্সিং’ নামে পরিচিত বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে এগুলো শনাক্ত করা হয়েছে। এর আগে একই পদ্ধতি ব্যবহার করে ড্রাগন আর্ক গ্যালাক্সির খোঁজ পেয়েছিলেন বিজ্ঞানীরা।
মহাকর্ষীয় লেন্সিং
আলো সাধারণত সরল পথে চলে। অন্তত আলোকে আমরা সেভাবেই দেখে অভ্যস্ত। আলবার্ট আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব অনুসারে, ভারী বস্তু স্থান-কাল বাঁকিয়ে দেয়। এই বিষয়টাকে অতিসরলীকরণ করে বোঝার জন্য একটা উদাহরণ বেশ প্রচলিত। ধরুন, একটা বড় চাদরের চারকোণা চারজন ধরে আছেন। এ অবস্থায় চাদরটি টান টান থাকবে।