ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১

অ্যাপল ওয়াচে স্যাটেলাইট

আইটি ডেস্ক

প্রকাশিত: ২০:০২, ১৭ জানুয়ারি ২০২৫

অ্যাপল ওয়াচে স্যাটেলাইট

আইফোনের মতো অ্যাপলের স্মার্টওয়াচ সমান জনপ্রিয়। বেশ কয়েকটি সিরিজের অ্যাপল ওয়াচ বাজারে এনেছে সংস্থাটি। অনেকেই ব্যবহার করছেন নিয়মিত। তবে এবার নতুন অর্থাৎ অ্যাপল ওয়াচ ২০২৫-এ থাকছে বিশেষ চমক। অ্যাপল তাদের পরবর্তী প্রজন্মের স্মার্টওয়াচ, অ্যাপল ওয়াচ আল্ট্রা ৩-এ স্যাটেলাইট সংযোগের সুবিধা যুক্ত করার পরিকল্পনা করছে। এই ফিচারটি ব্যবহারকারীদের সেলুলার বা ওয়াইফাই সংযোগ ছাড়াই স্যাটেলাইটের মাধ্যমে টেক্সট মেসেজ পাঠাতে সক্ষম হবে। এই স্যাটেলাইট সংযোগের জন্য অ্যাপল গ্লোবালস্টার স্যাটেলাইট নেটওয়ার্কের সঙ্গে কাজ করবে, যা এরই মধ্যে আইফোন-১৪ মডেলগুলোতে ইমার্জেন্সি এসওএস ফিচারের জন্য ব্যবহৃত হচ্ছে। এটি বিশেষ করে তাদের জন্য উপকারী হবে যারা দূরবর্তী স্থানে ভ্রমণ করেন এবং যেখানে সেলুলার নেটওয়ার্ক উপলব্ধ নয়। এছাড়া অ্যাপল ওয়াচ আল্ট্রা ৩-এ রক্তচাপ মনিটরিং ফিচার যুক্ত করার জন্যও কাজ করছে, যা ব্যবহারকারীদের স্বাস্থ্য পর্যবেক্ষণে আরও সহায়ক হবে। অ্যাপল ওয়াচ আল্ট্রা ৩-এর এই নতুন ফিচারগুলো ২০২৫ সালে বাজারে আসার সম্ভাবনা রয়েছে, যা স্মার্টওয়াচ প্রযুক্তিতে একটি নতুন মাইলফলক স্থাপন করবে। সূত্র: পিসি ম্যাক

×