ছবি: সংগৃহীত
বিশ্বের বৃহত্তম সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান মেটা সম্প্রতি তৃতীয় পক্ষের (থার্ড পার্টি) ফ্যাক্ট-চেকিং ব্যবস্থা বন্ধ এবং কনটেন্ট মডারেশন নীতি শিথিল করার ঘোষণা দিয়েছে। মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গের এই সিদ্ধান্তের পর তথ্য যাচাইকরণ সংস্থাগুলো ও সাধারণ ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে।
ইন্টারন্যাশনাল ফ্যাক্ট-চেকিং নেটওয়ার্কের (IFCN) আওতাধীন ৭১টি প্রতিষ্ঠান মেটার এই নীতিগত পরিবর্তনের বিরুদ্ধে খোলা চিঠি দিয়েছে। চিঠিতে বলা হয়েছে, তথ্য যাচাই প্রমাণভিত্তিক আলোচনার মূল ভিত্তি এবং এটি সমাজে যৌথ বাস্তবতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।মেটার নতুন সিদ্ধান্ত কোটি কোটি ব্যবহারকারীর নির্ভরযোগ্য তথ্য পাওয়ার পথ সংকুচিত করবে এবং মেটার অর্থায়নে নির্ভরশীল ছোট ফ্যাক্টচেকিং সংস্থাগুলো আর্থিক সংকটে পড়বে।
মেটা বর্তমানে বিশ্বের ১০০টিরও বেশি দেশের ফ্যাক্ট-চেকিং সংস্থার সঙ্গে কাজ করছিল। তবে নতুন ঘোষণার আওতায় পেশাদার ফ্যাক্ট-চেকিংয়ের পরিবর্তে ক্রাউডসোর্সড মডারেশন ব্যবস্থা চালু হবে। ইলন মাস্কের এক্সের (সাবেক টুইটার) 'কমিউনিটি নোটস' মডেলের অনুকরণে মেটার নতুন ব্যবস্থায় সাধারণ ব্যবহারকারীরাই পোস্টের সত্যতা যাচাইয়ে মতামত দিতে পারবে। মেটা বলছে, এই উদ্যোগ তথ্য যাচাইয়ে স্বচ্ছতা ও ব্যবহারকারীদের অংশগ্রহণ বাড়াবে।
তবে সমালোচকরা বলছেন, সাধারণ ব্যবহারকারীদের দ্বারা তথ্য যাচাই পেশাদারদের দক্ষতা ও নির্ভুলতার ঘাটতি পূরণ করতে পারবে না। এতে ভুয়া তথ্য ছড়িয়ে পড়ার ঝুঁকি বেড়ে যাবে। তাই পেশাদার তথ্য যাচাইকারী ও সাধারণ ব্যবহারকারীদের সমন্বয়ে একটি যৌথ ব্যবস্থা তৈরি করা জরুরি।
তাবিব