রিমোর্ট কন্ট্রোলে নয় এবার বাংলায় নির্দেশ দিলেই উড়বে ড্রোন। আচার্য নামের এই ড্রোনটি বানিয়েছে লালমনিরহাট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ভয়েস কমান্ড বাংলা ভাষায় থাকায় এটি প্রশিক্ষনহীন অদক্ষ মানুষও চালাতে পারবে। ইংরেজি বা বাংলা ভাষার জ্ঞান না থাকলেও এই ড্রোন ওড়ানো যাবে। এটি ভালো মানের ছবি ও ভিডিও ধারন করতে পারে। আচার্য বিশ্বের প্রথম বাংলা কমান্ডে চলা ড্রোন বলে দাবি করেছে লালমনিরহাট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
লালমনিরহাট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের উড়োজাহাজ প্রকৌশল বিভাগের প্রভাষক ইসতিয়াক ইবনে সালাম ৯ শিক্ষার্থীকে নিয়ে তৈরি করেছেন এই ড্রোন। এর সাথে যুক্ত শিক্ষার্থীরা জানান, আগে যিনি কখনো ড্রোন উড়াননি তিনিও এটি উড়াতে পারবেন। বাংলা ভাষায় কমান্ড দেয়া যায় বলে এটি প্রান্তিক মানুষদের জন্য উপযোগী।
শিক্ষার্থীরা বলেন, একজন সাধারন কৃষক যার অনেক বড় জমি আছে, সে শুধু মুখে বলার মাধ্যমে সব কাজ করতে পারবে। বাংলাদেশের সাধারণ মানুষ যেন এই ড্রোন সহজে ব্যবহার করতে পারে তাই বাংলা ভাষায় কমান্ডটি করা হয়েছে।
এই ড্রোনটি সয়ংক্রিয় ভাবে ভয়েস কমান্ড দিয়ে উড়ানো, ছবি তোলা ও ভিডিও করা সহ যেই জায়গা থেকে উড়বে সেই জায়গায় ফিরে আসবে।
এ ছাড়া ড্রোনটি দিয়ে কৃষিকাজ, নজরদারি, ভূমিজরিপ, পোকামাকড় দমনে কীটনাশক ও সার ছিটানো ছাড়াও সামরিক নিরাপত্তা ও আগুণ নিভানো সহ অনেক কাজ করা যাবে বলে দাবি করেন উদ্ভাবক দলের প্রধান। তিনি বলেন, আমাদের তৈরি যে ড্রোন এইটা ব্যবহার করতে কোনরকম প্রশিক্ষণ, দক্ষতা অভিজ্ঞতা কিছুই লাগবে না। আমাদের ড্রোন একটা অনন্য ভূমিকা রাখতে পারে অগ্নিনির্বাপণের ক্ষেত্রে, কৃষিক্ষেত্রে যে কীটনাশক গুলো মানুষের জন্য ক্ষতিকর তা মানুষ দ্বারা না ছিটিয়ে আমরা এই ড্রোনের সাহায্যে ছিটাতে পারি।
আচার্যের ওড়্রার সীমানা প্রায় ৪ কিলোমিটার। ৫০ হাজার টাকা খরচে তৈরি করা হয়েছে এই ড্রোন। তবে বাণিজ্যিক ভাবে তৈরি করলে দাম কমে যাবে বলে মনে করে উদ্ভাবকেরা।
সূত্রঃ একুশে টিভি
লিংকঃ https://youtu.be/a_MBhG0ZtWA?si=uEBgB1H0sDUpWAyp
রিফাত