ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১

নতুন বছরে গুগলের ডুডল শুভেচ্ছা নিয়ে হাজির

online-desk

প্রকাশিত: ১৪:৩৮, ১ জানুয়ারি ২০২৫; আপডেট: ১৯:০০, ২ জানুয়ারি ২০২৫

নতুন বছরে গুগলের ডুডল শুভেচ্ছা নিয়ে হাজির

বিশেষ দিন উদ্‌যাপনের অংশ হিসেবে গুগল হামেশাই তাদের হোমপেজে নতুন ধরনের ডুডল প্রকাশ করে। এখন পর্যন্ত গুগল পাঁচ হাজারেরও বেশি ডুডল তৈরি করেছে। বিশেষ কোনো দিন, ব্যক্তিত্ব বা গুরুত্বপূর্ণ আবিষ্কারকে স্মরণ করে গুগল তাদের লোগোর পরিবর্তে সৃষ্টিশীল নকশার যে লোগো উপস্থাপন করে, সেটাই ডুডল নামে পরিচিত।

আজ গুগলের হোমপেজে চোখে পড়ছে একটি আকর্ষণীয় ছোট্ট জিআইএফ, যা নতুন বছর ২০২৫-কে স্বাগত জানাতে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। রাত ১২টা বাজতেই সবাই নিজের মতো করে নতুন বছরকে বরণ করে নিয়েছেন। পুরোনো দুঃখ-কষ্ট ভুলে নতুন আনন্দ ও আশা নিয়ে শুরু করেছেন ২০২৫। গুগলও এর ব্যতিক্রম নয়। নতুন বছর উপলক্ষে তারা একটি ঝলমলে ডুডল প্রকাশ করেছে, যেখানে ‘গুগল’ শব্দটি উজ্জ্বল ও চকচকে অক্ষরে লেখা এবং ২০২৫ সালকে একটি নক্ষত্রের মাঝে সেট করা হয়েছে।

ডুডলটিতে ক্লিক করলে তারার মধ্যে থাকা "২৫" সংখ্যাটি জীবন্ত হয়ে ওঠে। শান্ত নীল পটভূমিতে তৈরি এই বিশেষ ডুডলটি ইতোমধ্যে নেটিজেনদের মনোযোগ কাড়তে সক্ষম হয়েছে। গুগল ডুডলটি তারার আকৃতি ও ছড়িয়ে থাকা ছোট ছোট আলোক বিন্দুর মাধ্যমে বিস্ময় এবং উদ্দীপনার এক মোহনীয় আবহ তৈরি করেছে।

×