ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রাহায়ণ ১৪৩১

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

প্রকাশিত: ১০:১৮, ২৮ নভেম্বর ২০২৪

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

হোয়াটসঅ্যাপ শিগগিরই একটি নতুন ট্রান্সক্রিপশন ফিচার চালু করতে যাচ্ছে, যা ভয়েস মেসেজের পাঠ্যরূপ তৈরি করে ব্যবহারকারীদের যোগাযোগ আরও সহজ এবং সুবিধাজনক করবে। অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের জন্য এই ফিচার আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিশ্বব্যাপী চালু হবে। এটি ভয়েস ক্লিপের নিচে স্বয়ংক্রিয়ভাবে টেক্সট তৈরি করবে, যা বিশেষত এমন পরিস্থিতিতে উপযোগী যখন ভয়েস মেসেজ শোনার সুযোগ নেই। এই ফিচার ভয়েস মেসেজের সুবিধা ও অসুবিধার মধ্যে ভারসাম্য তৈরি করবে। ভয়েস মেসেজ রেকর্ড করা সহজ হলেও, ব্যস্ত সময় বা শব্দপূর্ণ পরিবেশে সেগুলো শোনা অসুবিধাজনক হতে পারে। তবে ট্রান্সক্রিপশন ফিচার চালু থাকলে কেবল প্রাপকেরাই এই টেক্সট দেখতে পারবেন। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ডিভাইসেই ট্রান্সক্রিপশন তৈরি হবে, যাতে গোপনীয়তা অক্ষুণ্ণ থাকে। এটি ডিফল্টভাবে বন্ধ থাকবে এবং সেটিংসের "ভয়েস মেসেজ ট্রান্সক্রিপশন" অপশন থেকে চালু করা যাবে। প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ইংরেজি, পর্তুগিজ, স্প্যানিশ, রাশিয়ান ও হিন্দি ভাষা সমর্থিত হবে, আর আইওএসের জন্য আরও বিস্তৃত ভাষা তালিকা থাকবে। ভবিষ্যতে ভাষার সমর্থন বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।

জাফরান

×