ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রাহায়ণ ১৪৩১

শক্তি যোগাবে নতুন ব্যাটারি প্রযুক্তি

রাফিদ আবরার

প্রকাশিত: ১৯:৩২, ২২ নভেম্বর ২০২৪

শক্তি যোগাবে নতুন ব্যাটারি প্রযুক্তি

বাতাস ও সূর্যের আলো ছাড়া, এমনকি মেঘলা দিনেও শক্তি দেবে নতুন ব্যাটারি প্রযুক্তিÑ সাম্প্রতিক এক গবেষণায় এমনই দাবি করেছেন গবেষকরা। বায়ু ও সৌর শক্তির মতো নবায়নযোগ্য বা পরিবেশবান্ধব শক্তি সঞ্চয়ের জন্য আরও ভাল ব্যাটারি তৈরিতে কাজ করছেন মার্কিন গবেষণাগার ‘ওক রিজ ন্যাশনাল ল্যাবরেটরি বা ওআরএনএল’-এর বিজ্ঞানীরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের গোপনীয়তার আবরণে ঢাকা ম্যানহাটন প্রকল্পের প্রধান গবেষণাগার হিসাবে নির্মিত হয়েছিল ওক রিজ ল্যাবরেটরি। এখানেই তৈরি হয়েছে বিশ্বের প্রথম পারমাণবিক অস্ত্র।
ক্রমাগতভাবে বিদ্যুৎ তৈরি করতে পারে না নবায়নযোগ্য শক্তির বিভিন্ন উৎস। তাই বৈদ্যুতিক গ্রিডকে ভালোভাবে চালিয়ে রাখার জন্য দীর্ঘমেয়াদি নবায়নযোগ্য শক্তি সঞ্চয়ের উপায় বিকাশ করা গুরুত্বপূর্ণ। বর্তমানে বাজারে পাওয়া যায় এমন বেশিরভাগ ব্যাটারি নির্ভর করে ‘ইলেক্ট্রোলাইট’ নামের এক ধরনের তরল পদার্থের উপর, যা আয়ন হিসাবে ব্যাটারিকে শক্তি সঞ্চয় ও ছেড়ে দিতে সাহায্য করে। এটি মূলত এক ধরনের ক্ষুদ্র চার্জযুক্ত কণা, যা ব্যাটারির ইলেকট্রন নামে পরিচিত দুটি অংশের মধ্যে চলাচল করে। ওআরএনএল-এর গবেষকরা এমন একটি ব্যাটারি ডিজাইন করেছেন, যেখানে ব্যাটারি তৈরিতে তারা তরল ইলেকট্রলাইটের বদলে ব্যবহার করেছেন কঠিন এক উপাদান। সোডিয়াম আয়ন ব্যবহার করে এ কঠিন ইলেকট্রলাইট তৈরি করেছেন গবেষকরা, যা আরও শক্তিশালী, টেকসই ও বেশি শক্তি সঞ্চয় করতে সক্ষম বলে প্রতিবেদনে লিখেছে বিজ্ঞানভিত্তিক সাইট নোরিজ। এই নতুন উপায় ব্যাটারি প্রযুক্তিতে বিস্ময়কর অগ্রগতি দিলেও এখনও কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে এসব কঠিন প্রকৃতির ইলেকট্রলাইট নিয়ে।

×