ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ২ অগ্রাহায়ণ ১৪৩১

ভারতের স্যাটেলাইটই ইলন মাস্কের ’ট্রাম্প’ কার্ড

প্রকাশিত: ১৪:৫৫, ১৬ নভেম্বর ২০২৪; আপডেট: ১৪:৫৭, ১৬ নভেম্বর ২০২৪

ভারতের স্যাটেলাইটই ইলন মাস্কের ’ট্রাম্প’ কার্ড

ডোনাল্ড ট্রাম্পের 'দ্য ফার্স্ট বাডি'র মালিকানাধীন প্রতিষ্ঠান স্পেসএক্স ভারতের মহাকাশ সংস্থার মাল্টি মিলিয়ন ডলারের চুক্তির সুবিধাভোগী হয়েছে।

 

আগামী সপ্তাহের শুরুতে, স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেটটি ভারতের সবচেয়ে আধুনিক যোগাযোগ উপগ্রহ জিস্যাট-২০, যা জিএসএটি এন-২ নামে পরিচিত, কক্ষপথে নিয়ে যাবে।

স্পেসএক্সের সঙ্গে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) বাণিজ্যিক কাজের মধ্যে এটি প্রথম।

বিশ্লেষকদের মতে ইসরো এবং স্পেসএক্স কম খরচে উৎক্ষেপণের প্রতিযোগী। তবে বৈশ্বিক বাণিজ্যিক মহাকাশ বাজারে স্পেসএক্স যে অনেক এগিয়ে রয়েছে তা নিয়ে কারও সন্দেহ নেই।

ডোনাল্ড ট্রাম্প এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একে অপরকে 'আমার বন্ধু' বলে সম্বোধন করেন। ইলন মাস্ক বলেন, তিনি মোদির ভক্ত।

স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হবে আমেরিকার কেপ ক্যানাভেরাল থেকে। ইসরোর তৈরি চার হাজার ৭০০ কেজি ওজনের এই উপগ্রহটি ভারতীয় রকেটের পক্ষে বহন করা কঠিন হওয়ায় বিদেশী বাণিজ্যিক সহায়তার প্রয়োজন হয়েছে।

ভারতের নিজস্ব রকেট 'দ্য বাহুবলী' বা লঞ্চ ভেহিকল মার্ক-৩ জিওস্টেশনারি ট্রান্সফার অরবিটে সর্বোচ্চ চার হাজার ১০০ কেজি উত্তোলন করতে পারত।

ভারত ভারী উপগ্রহ উৎক্ষেপণের জন্য আরিয়ানস্পেসের অপেক্ষায় থাকলেও, বর্তমানে তাদের কাছে কোনও কার্যকরী রকেট নেই এবং ভারতের কাছে একমাত্র নির্ভরযোগ্য বিকল্প হলো স্পেসএক্সের সাথে যাওয়া।

যুক্তরাষ্ট্র থেকে উৎক্ষেপণের সবচেয়ে অত্যাধুনিক স্যাটেলাইটই ইলন মাস্কের 'ট্রাম্প' কার্ড।

নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের সময় ইলন মাস্ক বলেন, তিনি প্রধানমন্ত্রীর "ভক্ত"।

ইসরোর বেঙ্গালুরুভিত্তিক বাণিজ্যিক শাখা নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেডের (এনএসআইএল) চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক রাধাকৃষ্ণন দুরাইরাজ বলেন, "স্পেসএক্সের সঙ্গে প্রথম উৎক্ষেপণে ভারত ভালো চুক্তি পেয়েছে।

গত বুধবার ট্রাম্প ঘোষণা করেন, ইলন মাস্ক এবং প্রাক্তন রিপাবলিকান রাষ্ট্রপতি প্রার্থী বিবেক রামস্বামী নবগঠিত ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি (ডিওজিই) এর নেতৃত্ব দেবেন।

তানজিলা

×