বউ কিংবা প্রেমিকার রাগ সামলাতে এবার জনপ্রিয় হতে শুরু করেছে ‘অ্যাংরি জিএফ’ নামে একটি এআই চ্যাটবট। এই আধুনিক যুগের সমস্যার সমাধান হিসেবে এসেছে আধুনিক এআইভিত্তিক একটি মোবাইল অ্যাপ।
অনেকসময় নারীর রাগ বা অভিমান করার কারণ পুরুষ সঙ্গী বুঝতেই পারেন না। ফলে সেসময় তাদের কী করা উচিৎ সেটাও তারা জানেনা।
তাই এই অ্যাপটি তাদের শখের নারীর রাগ আর অভিমান সামলানোর প্রশিক্ষণে কাজে আসবে। এই অ্যাপ ব্যবহার করে প্রিয়জনের রাগ সামলাতে শিখবে পুরুষরা।
চ্যাটবটের গেমের মাধ্যমে প্রশিক্ষণ নিতে পারবে ছেলেরা। 'সুদিং কমপ্যানিয়ন' ফিচারটির সঙ্গে আলাপ করে সত্যিকার অর্থেই খুব রেগে যাওয়া স্ত্রী বা প্রেমিকাকে শান্ত করতে শিখবেন তারা।
এই অ্যাপটি ডাউনলোড করলে ভেতরে ভাঙা হৃদয় আকৃতির বাটন দেখা যাবে। সেখানে ট্যাপ করলেই মেন্যু পাওয়া যাবে। এরপর সেখানে প্রেমিকার রেগে যাওয়ার কিছু সম্ভাব্য কারণ ক্লিক করার অপশন আসবে।
অ্যাপের ফ্রি ভার্সনে যেকোনো একটি পরিস্থিতি নির্বাচন করে ট্রেনিং নেওয়া সম্ভব। সপ্তাহে ৭ ইউরো খরচ করলে সুযোগটা হবে আরও বিস্তারিত। এই গেমে 'ফরগিভনেস বার' বা ক্ষমা নির্দেশক বারের মাধ্যমে ব্যবহারকারীকে তার সম্ভাব্য প্রচেষ্টার জন্য স্কোর দেওয়া হয়।
এই ‘অ্যাংরি জিএফ’কে ০ থেকে ১০০ শতাংশ খুশি করার সুযোগ আছে। ১০টি সঠিক কথা বলার মাধ্যমে তাকে খুশি করতে হবে, এটাই খেলার নিয়ম।
একই সঙ্গে পরিস্থিতি ও সঙ্গিনীর মেজাজ বুঝে পা ম্যাসাজ করা, ফুল কিনে দেওয়া বা রাতের খাবার রান্না করার মতো কাজ করার সুযোগও আছে এই অ্যাপে।
অভিনব এই এআই অ্যাপ তৈরি করেছেন মার্কিন ইনফ্লুয়েন্সার এমিলিয়া।
তানজিলা