ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

এখন ‘অ্যাড ইয়োরস’ স্টিকার হোয়াটসঅ্যাপেও

প্রকাশিত: ১৩:১১, ৯ নভেম্বর ২০২৪

এখন ‘অ্যাড ইয়োরস’ স্টিকার হোয়াটসঅ্যাপেও

হোয়াটসঅ্যাপেরঅ্যাড ইয়োরসনামের কন্টেন্ট সুবিধা পাবে ব্যবহারকারীরা। ইনস্টাগ্রামের আদলে তৈরি এই সুবিধাটি কাজে লাগিয়ে পাবলিক থ্রেডে নিজেদের প্রতিক্রিয়া প্রকাশ করতে পারবে সকলে।

 

হোয়াটসঅ্যাপের এই ফিচারটি ব্যবহারকারীরা কাস্টম করে যাদের সাথে ইচ্ছা তাদের সাথে শেয়ার করতে পারবে।  এখানে এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড করা থাকবে।

 

এই স্টিকারের পাশাপাশিস্ট্যাটাস পোল’ সত্যিকারও যুক্ত করা হতে পারে হোয়াটসঅ্যাপে। এটি যুক্ত হলে  ব্যবহারকারীরা স্ট্যাটাসে একাধিক উত্তরসহ পোল যোগ করতে পারবেন। সেখানে অন্যরা ভোট দিতে পারবেন।

 

সুবিধার ফলে স্ট্যাটাসেও পোল যোগ করা যাবে। হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস আপডেটে মিউজিক শেয়ারিং ব্যক্তিগত ইমোজি যোগ করার সুবিধা যুক্ত হতে পারে। তবে এ সুবিধাগুলো এখনো পরীক্ষার পর৪৪রযায়ে আছে।

তানজিলা

×