ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

নতুন ফিচার কাস্টম লিস্টে হোয়াটসঅ্যাপ হবে আরও ব্যবহারবান্ধব

প্রকাশিত: ২০:১৪, ৪ নভেম্বর ২০২৪

নতুন ফিচার কাস্টম লিস্টে হোয়াটসঅ্যাপ হবে আরও ব্যবহারবান্ধব

হোয়াটসঅ্যাপ লোগো

সামাজিক মাধ্যমে পাস্পরিক যোগাযোগ আরও সহজ ও দ্রুত করতে নতুন ফিচার নিয়ে এসেছে জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। নতুন সুবিধা ‘কাস্টম চ্যাট লিস্ট’র মাধ্যমে যেকোনো গ্রুপ চ্যাটে বাড়তি সুবিধা মিলবে। এছাড়া কন্টাক্ট লিস্টে থাকা ব্যক্তিদের নম্বর বিভিন্ন ক্যাটাগরিতে ফেলে যোগাযোগ আরও সহজ করা যাবে।

হোয়াটসঅ্যাপ কিছু দিন আগেই ‘আনরিড’, ‘ফেভারিট’, ‘গ্রুপ’ নামে কয়েকটি ফিচার নিয়ে এসেছিল। যে মেসেজগুলো পড়া হয়নি সেগুলো আলাদা করে ‘আনরিড’ অপশনে পাওয়া যাবে, আবার যার সঙ্গে বেশি চ্যাট করেন, সেই প্রোফাইলটিকে ‘ফেভারিট’ অপশনে রেখে দেয়া যাবে যাতে খোঁজাখুঁজি না করতে হয়। এবার এই অপশনগুলোকেই এক ছাতার তলায় আনবে নতুন ফিচার ‘কাস্টম চ্যাট লিস্ট।’

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই ফিচারের সাহায্যে গ্রাহকেরা নিজেদের চ্যাটকে কয়েকটি ভাগে আলাদা করে নিতে পারবেন। যেমন ‘পরিবার’, ‘কর্মক্ষেত্র’, ‘বন্ধুবান্ধব’ ইত্যাদি বিভিন্ন ক্যাটাগরিতে তা ভাগ করা যাবে। ফলে বহু চ্যাটের মধ্যে থেকে আলাদা করে খোঁজার দরকার পড়বে না।

‘কাস্টম চ্যাট লিস্ট’র সুবিধা নিতে প্রথমে হোয়াটসঅ্যাপ আপডেট করে নিতে হবে। পরে অ্যাপের উপরে ডান দিকে একটি ‘যোগ’ চিহ্ন আসবে। সেটিতে ক্লিক করলে ‘অর্গাইনজ ইওর চ্যাট’ বলে একটি পপআপ আসবে। সেখানে ক্লিক করুন। ক্যাটাগরি দেখে পছন্দের প্রোফাইল তালিকাভুক্ত করুন। যদি কোনো চ্যাট আলাদা করে চোখের সামনে রাখতে হয়, তাহলে ‘অ্যাড পিপল অর গ্রপ’ অপশনে গিয়ে নির্দিষ্ট কোনো প্রোফাইল বা চ্যাট বাছাই করে একেবারে উপরের সারিতে রেখে দেয়া যাবে। 

×