চ্যাটজিপিটি
সিরি হল অ্যাপলের ডিজিটাল সহকারী, যা বিভিন্ন অ্যপল ডিভাইসে বিল্ট-ইন ফিচার হিসেবে পাওয়া যায়। কেবল কণ্ঠস্বর ব্যবহার করে কল করা ও অ্যাপ ব্যবহার করার মতো বিভিন্ন কাজ করার সহজ উপায় এ ফিচার। আর অ্যাপলের নতুন আইওএস আপডেটের মাধ্যমে এ ফিচারের সঙ্গে যুক্ত হয়েছে চ্যাটজিপিটি।
অ্যাপল ইন্টেলিজেন্স ঘোষণার পর থেকেই অন্যতম প্রত্যাশিত ফিচারগুলোর একটি ছিল সিরি ও চ্যাটজিপিটির যুগলবন্দী।
ফলে, নতুন কিছু সুবিধা যোগ হয়েছে এ ফিচারে। সিরি ও চ্যাটজিপিটি যুক্ত হওয়ার ফলে, সিরির কাছে প্রশ্ন করে সন্তোষজনক উত্তর না পেলে সেটি চ্যাটজিপিটির কাছে পাঠানো যাবে।
অবশেষে আইওএস ১৮.২ আপডেটের সঙ্গে এ ফিচার চালু করছে অ্যাপল। পাশাপাশি, আইফোনে চ্যাটজিপিটি ব্যবহারের জন্য কোনো অ্যাপ ইনস্টল করতে হবে না, এমনকি ওপেনএআই অ্যাকাউন্টেরও প্রয়োজন হবে না।
আরও সহজে বলতে গেলে, সিরি আরও বুদ্ধিমান একজন সঙ্গী পাচ্ছে। ফলে, আগের তুলনায় সিরি অনেক বেশি কার্যকরী হবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট ডিজিটাল ট্রেন্ডস। এ ছাড়া, চ্যাটজিপিটির মাল্টি-মোডাল দক্ষতার ফলে ব্যবহারকারীরা এখন ছবি বা ফাইল প্রয়োজন হবে এমন প্রশ্নও করতে পারবেন সিরির কাছে।
কীভাবে এ ফিচার চালু করবেন চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।
১. প্রথমেই নিশ্চিত করুন আইফোনে আইওএস ১৮.২ বা এর পরের সংস্করণ ইনস্টল করা রয়েছে।
২. সেটিংস অ্যাপ চালু করুন।
৩. অ্যাপল ইন্টেলিজেন্স অ্যান্ড সিরি শিরোনামের বিভাগটি খুঁজে বের করুন।
৪. সেখান থেকে এক্সটেন্ড অ্যাপল ইন্টেলিজেন্স অ্যান্ড সিরি বিভাগে প্রবেশ করুন। এরপর, নিচে চ্যাটজিপিটি অপশনটি বেছে নিন।
৫. স্ক্রিনের ওপরে চ্যাটজিপিটি অপশনের পাশে সেট আপ অপশনে চাপুন।
৬. একটি পপ আপ পৃষ্ঠা চালু হবে, সেখানে নেক্সট অপশন চাপুন, তারপর এনাবল চ্যাটজিপিটি অপশনটি বেছে নিন।
৭. সেটিংসের চ্যাটজিপিটি পৃষ্ঠায় কনফর্ম চ্যাটজিপিটি রিকোয়েস্টস লেখা টগলসহ একটি সিরি শিরোনাম রয়েছে, এ টগলটিও চালু করুন।
ওপরে উল্লেখ হিসাবে, সিরি কেবল চ্যাটজিপিটির ভাষা ও যুক্তির ক্ষমতাগুলো পেতে যাচ্ছে। বিশাল তথ্যের ওপর প্রশিক্ষণের ফলে এটি সম্ভব হয়েছে, আর এ কারণেই সিরির সঙ্গে চ্যাটজিপিটি ব্যবহারের জন্য আলাদা অ্যকাউন্ট তৈরির প্রয়োজন হবে না।
শহিদ