ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১

হোয়াটসঅ্যাপে টাকা-সম্মান সব যাচ্ছে না তো?

আশিক উল বারাত

প্রকাশিত: ২৩:৫৮, ৩১ অক্টোবর ২০২৪

হোয়াটসঅ্যাপে টাকা-সম্মান সব যাচ্ছে না তো?

হোয়াটসঅ্যাপে টাকা-সম্মান সব যাচ্ছে না তো?

সুখবর! মাত্র ২০ মিনিট সময় দিয়ে আপনি ঘরে বসেই আয় করতে পারবেন ১ লাখ টাকা পর্যন্ত। কিংবা দুইটি ভিডিও দেখেই আপনি আয় করতে পারবেন কয়েক হাজার ডলার।


আবার সুন্দরী নারী হোয়াটস এপে নক দিয়েই আপনাকে প্রেমের প্রস্তাব দিচ্ছে, ভিডিও কলে জানাচ্ছে নিষিদ্ধ কোন প্রস্তাব। কিংবা লটারিতে আইফোন জেতার আকর্ষনীয় কোন অফারের মেসেজ এসেছে হোয়াটস এপে।

অনেকেই হোয়াটসএপ এ এমন সব আকর্ষনীয় বিজ্ঞাপন দেখে অভ্যস্ত। তবে ফাঁদে পা দিলেই কিন্তু শেষ। একদম টাকা থেকে শুরু করে মান সম্মান সব কিছু চলে যাবে। কিন্তু আপনি নিজের অজান্তেই এমন প্রতারণার ফাঁদে পা দিচ্ছেন না তো??

হোয়াটস এপে বিভিন্ন স্ক্যামের মাঝে অন্যতম হচ্ছে আউটসোর্সিং করে আয়ের প্রতারণার অফার।
আপনাকে হয়ত চাইনিজ কিংবা আফ্রিকান কোন নাম্বার থেকে নক দিয়ে বলা হবে, আমি এমাজন থেকে বলছি। আপনি নীচের দুইটি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেই আয় করতে পারবেন ৩০০ টাকা। এমনকি আপনাকে তারা টাকাটা বিকাশ বা নগদের মাধ্যমে পাঠিয়েও দেবে। তারপর আপনাকে বলা হবে আপনি যদি এর থেকেও আরও বেশি আয় করতে চান তাহলে আমাদের কোম্পানীতে ইনভেস্ট করতে পারেন। আর জানেন তো একবার টাকা দিলেই আপনার স্বপ্ন শেষ।

তারপর অনেক সময় নামকরা বিভিন্ন ব্র্যান্ডের উপহার কার্ড ও গিফট ভাউচার বিনা মূল্যে পেতে একটি লিংক ছড়িয়ে দেয় হ্যাকাররা। সেই লিংকে ক্লিক করে উপহার গ্রহণের কথা বলা হয়। তবে এসব ক্ষতিকর লিংকে ক্লিক করলে ব্যবহারকারীর ফোনে র‍্যানসামওয়ারের হামলা ঘটে। ব্যক্তিগত তথ্য চুরির পাশাপাশি আর্থিক ক্ষতির সম্মুখীন হন ব্যবহারকারীরা।

আরও আছে হোয়াটসঅ্যাপে কিউআর কোড পাঠিয়ে প্রতারণা। হেয়াটসঅ্যাপে কিউআর কোড স্ক্যান করতে বিভিন্ন কৌশল অবলম্বন করে হ্যাকাররা। তবে কিউআর কোড স্ক্যান করলেই ক্ষতিকর ওয়েবসাইটে প্রবেশ করার পাশাপাশি হ্যাকিংয়ের শিকার হতে পারেন ব্যবহারকারীরা।

আরও আছে দুবাই থেকে পাঠানো গোল্ড নিয়ে প্রতারণা। তবে সম্পতি সময়ে হোয়াটস এপ গোল্ড নামে সেম একটি এপ বানিয়েও প্রতারণার খবর পাওয়া গেছে।

কিংবা বিশাল অঙ্কের টাকা লটারিতে জিতেছেন বলে হোয়াটসঅ্যাপে ভুয়া বার্তা পাঠায় হ্যাকাররা। সেই টাকা উত্তোলনের একটি লিংকে ক্লিক করতে বলা হয়। এসব লিংকে ক্লিক করলেই হ্যাকিংয়ের ফাঁদে পড়েন ব্যবহারকারীরা।

এছাড়াও আছে চাকরীভিত্তিক প্রতারণা। বিভিন্ন প্রতিষ্ঠানের নাম দিয়ে হোয়াটসঅ্যাপে খণ্ড ও পূর্ণকালীন চাকরির কথা বলা হয়। এসব চাকরির শর্তও থাকে খুবই সহজ।

এমনকি বেশি বেতনের কথাও বলা হয়। এরপর সেই চাকরি করতে ইচ্ছুক হলে জামানত হিসেবে নির্দিষ্ট অঙ্কের অর্থ চাওয়া হয়। কখনো কখনো কোনো লিংকে ক্লিক করে ফরম পূরণ করার কথা বলা হয়।

তবে এতো সব প্রতারণার মাঝে সবচেয়ে ভয়ংকর প্রতারণাটা হলো ভিডিও কলে প্রতারণা

সম্প্রতি এই ধরণের ঘটনা বাড়ছে। হ্যাকাররা ভিডিও কল দেওয়ার পর ব্যবহারকারী সেটি রিসিভ করলে অপর প্রান্তের ব্যক্তি অশালীন অবস্থায় নিজেকে তুলে ধরে। এরপর সেই কল রেকর্ড করে ও স্ক্রিনশট নেয়। পরবর্তী সময়ে এসব ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি করে প্রতারকেরা। তাই হোয়াটসঅ্যাপে অপরিচিত নম্বর থেকে ভিডিও কল এলে সাবধানতা অবলম্বন করতে হবে।

 

বারাত

×