ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বাজারে আসছে গুগলের পিক্সেল স্মার্টফোন

প্রকাশিত: ২১:১৬, ২২ ফেব্রুয়ারি ২০২৪

বাজারে আসছে গুগলের পিক্সেল স্মার্টফোন

পিক্সেল স্মার্টফোন। 

গুগল আগামী তিন মাসের মধ্যে ভারতে পিক্সেল স্মার্টফোন উৎপাদন শুরু করার পরিকল্পনা নিয়েছে। গুগল ইতোমধ্যেই এই পরিকল্পনা দাতাদের বিষয়টি জানিয়ে দিয়েছে। তবে কোম্পানির পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

গত অক্টোবরে বলা হয়েছিল, গুগল ২০২৪ সালে ভারতে স্মার্টফোন উৎপাদন করতে যাচ্ছে এবং এটি হলো ফ্ল্যাগশিপ পিক্সেল-8, যেটি মূল বৃদ্ধির বাজারে সবার নজর কাড়বে। 

এ বিষয়ে একজন বিশেষজ্ঞ বলেন, এই পদক্ষেপটি গুগলকে চীন থেকে দূরে তার সরবরাহ শৃঙ্খলে বৈচিত্র্য আনতে সহায়তা করবে। 

টেক জায়ান্ট আগামী সপ্তাহে তার হাই-এন্ড পিক্সেল 8 প্রো স্মার্টফোনের জন্য উৎপাদন লাইন প্রস্তুত করবে এবং এপ্রিল-জুন প্রান্তিকে ফোন উৎপাদন শুরু করবে। তবে গুগল ভারতে কতগুলো ফোন তৈরি করার পরিকল্পনা করেছে বা ফোনগুলো দেশে বিক্রি বা রপ্তানির জন্য তৈরি করা হবে কিনা সে বিষয়ে কিছু বলা হয়নি।

সূত্র: নিক্কেই এশিয়া। 

 

এম হাসান

সম্পর্কিত বিষয়:

×