ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

ছবিতে ভারতের চাঁদ জয়ের গল্প 

প্রকাশিত: ১৩:৪০, ২৪ আগস্ট ২০২৩; আপডেট: ১৪:৩৭, ২৪ আগস্ট ২০২৩

ছবিতে ভারতের চাঁদ জয়ের গল্প 

অডিটোরিয়ামে চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রমকে চাঁদের মাটিতে অবতরণ করতে দেখেছে সাধারণ মানুষ। ছবি: রয়টার্স

সম্প্রতি চন্দ্রাভিযানে গিয়ে রাশিয়ার লুনা-২৫ ভেঙে পড়েছে। কিন্তু ইতিহাস গড়ল ভারতের চন্দ্রযান-৩। চতুর্থ দেশ হিসেবে চাঁদের মাটিতে নামা ভারতই প্রথম দেশ যারা পৃথিবীর একমাত্র উপগ্রহটির রহস্য ঘেরা অন্ধকারচ্ছন্ন দক্ষিণ মেরুতে অবতরণ করতে পেয়েছে। 

আরও পড়ুন:প্রিগোজিনের মৃত্যুর খবরে মোটেও আশ্চর্য হননি বাইডেন

রুদ্ধশ্বাস এক মুহূর্ত! চাঁদের মাটি থেকে এক কিলোমিটারেরও কম দূরত্বে ল্যান্ডার বিক্রম। ছবি: বিবিসিস্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুর মাটি স্পর্শ করে ভারতের চন্দ্রযান-৩ এর ল্যান্ডার।ব্রিকস সম্মেলনে দক্ষিণ আফ্রিকায় থাকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চ্যুয়ালি ইসরোর আয়োজনে যুক্ত হন। ছবি: বিবিসিআর এই ইতিহাস গড়ার দিনে ভারতের বাধভাঙ্গা উচ্ছ্বাস আর তাদের চন্দ্রাভিযান নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়াতে ছবি প্রকাশিত হয়েছে। সেই সব ছবি নিয়েই তুলে ধরা হলো ভারতের চাঁদ জয়ের গল্প।চন্দ্রযান আর চাঁদ হাতে শিশুরাও উদযাপন করছে। ছবি: বিবিসিচন্দ্রযান-৩ যেখানে নেমেছে, চাঁদের ওই অঞ্চলে বরফ পানি অথবা জমাট বাঁধা বরফ রয়েছে। এতে ওই স্থানটি পানির পাশাপাশি হতে পারে অক্সিজেন ও জ্বালানির উৎস। যা ভবিষ্যতে আরও চন্দ্রাভিযান অথবা স্থায়ীভাবে চাঁদে বসতি গড়তে সহায়ক হতে পারে।ইসরোর কন্ট্রোল রুমে বাঁধ ভাঙা আনন্দের জোয়ার। ছবি: বিবিসি

চাঁদের মাটিতে নেমে আসার ঠিক আগ মুহূর্তে শেষ ক্লিকে এই ছবি তুলে ভারতের চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম। ছবি: ইসরো

গত ১৪ জুলাই ভারতের অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশকেন্দ্র থেকে চন্দ্রযান-৩ উৎক্ষেপণ করা হয়। ছবি: বিবিসি

চাঁদ জয়ের গল্প

ইতিহাস গড়ার দিনে ভারতের বাধভাঙ্গা উচ্ছ্বাস

টিএস

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার