ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ফেসবুকের ভারতীয় প্রধান অজিত মোহনের পদত্যাগ

প্রকাশিত: ২১:৩৫, ৩ নভেম্বর ২০২২

ফেসবুকের ভারতীয় প্রধান অজিত মোহনের পদত্যাগ

অজিত মোহনের 

ভারতে ফেসবুক তথা মেটার প্রধান অজিত মোহন পদত্যাগ করেছেন। মেটার পক্ষ থেকে এক বিবৃতির মাধ্যমে বৃহস্পতিবার এ কথা জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, অন্য সংস্থায় সুযোগ পেয়ে অজিত মোহন মেটা থেকে পদত্যাগ করেছেন।  

জানা গেছে, মেটার প্রতিদ্বন্দ্বী সংস্থা ‘স্ন্যাপ’-এ যোগ দিতে যাচ্ছেন অজিত। ২০১৯ সালের জানুয়ারি মাসে ভারতে ফেসবুকের ম্যানেজিং ডিরেক্টর হিসাবে যোগ দিয়েছিলেন অজিত। ৪ বছর পূর্ণ হওয়ার ২ মাস আগেই তিনি পদত্যাগ করলেন।  

মেটার আগে হটস্টারের সঙ্গে যুক্ত ছিলেন অজিত। তিনি ৪ বছর হটস্টারের সিইও হিসাবে দায়িত্ব পালন করেন। মেটা ইন্ডিয়ার ডিরেক্টর এবং পার্টনারশিপের প্রধান মনীশ চোপড়া অন্তর্বর্তীকালীন প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন বলে সংস্থার এক মুখপাত্র গণমাধ্যমকে জানিয়েছেন।
 

এমএস

সম্পর্কিত বিষয়:

×