অনলাইন ডেস্ক ॥ সনি মিউজিক এন্টারটেইনমেন্টের সঙ্গে লাইসেন্সিং চুক্তি স্বাক্ষর করেছে স্ন্যাপ ইনকর্পোরেটেড। এ চুক্তির ফলে স্ন্যাপচ্যাট ব্যবহারকারীরা সনি’র সঙ্গে চুক্তিবদ্ধ শিল্পীদের গাওয়া গান ব্যবহার করতে পারবেন। সাম্প্রতিক চুক্তির মধ্য দিয়ে সব মূল সারির লেবেল প্রতিষ্ঠানের সঙ্গে জোট বাঁধার কাজ সম্পন্ন করলো স্ন্যাপ।
নতুন এ অর্জনকে কাজে লাগিয়ে নতুন এআর মিউজিক ফিল্টার আনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। শিগগিরই এরকম এক সেট ফিল্টার আসবে প্ল্যাটফর্মটিতে যেখানে পূর্ব-নির্বাচিত গান খুঁজে পাবেন ব্যবহারকারীরা।
প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেটের প্রতিবেদন বলছে, এগুলো দেখে মনে হবে ব্যবহারকারীরা গানের সঙ্গে ঠোট মেলানোর চেষ্টা করছেন। আবার আরেকটি সেটে অ্যানিমেটেডে মিউজিক ভিডিওর ভেতরে নিজেকে ও বন্ধুকে জুড়ে নিতে পারবেন স্ন্যাপ ব্যবহারকারীরা। এনগ্যাজেটের মতে, স্ন্যাপচ্যাট আরও বেশি “টিকটক ও ইনস্টাগ্রামের মতো” হয়ে যাচ্ছে।
ফিল্টারের পাশে থাকা মিউজিকাল নোট দেখে ব্যবহারকারীরা বুঝতে পারবেন সেটি নতুন কি না। গত বছর সাউন্ডস ফিচার আনার পর থেকে এ পর্যন্ত স্ন্যাপের ব্যবহারকারীরা একশ’ ২০ কোটিরও বেশি ভিডিও তৈরি করেছেন। সবমিলিয়ে ভিউ এসেছে প্রায় সাতশ’ ৭০ কোটিরও বেশি।
আর তা-ই হয়তো এনগ্যাজেট মন্তব্য করেছে, স্ন্যাপচ্যাটের এনগেজমেন্ট মেট্রিকে সবসময়ই ইতিবাচক ভূমিকা রেখেছে মিউজিক।
শীর্ষ সংবাদ: