ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

আইটি ডটকম প্রতিবেদক

অনলাইন ম্যাট্রিমনিয়াল নিয়ে তাসলিমার উদ্যোগ

প্রকাশিত: ২১:১২, ২৯ মে ২০২১

অনলাইন ম্যাট্রিমনিয়াল নিয়ে তাসলিমার উদ্যোগ

বিয়ের মাধ্যমে মানুষের জীবনে আসে পূর্ণতা। শুরু হয় দুটি মানুষের জীবনের নতুন অধ্যায় আর একটি নতুন সম্পর্কের। এ কারণেই বিয়ের সময় উপযুক্ত পাত্র-পাত্রীর মেলবন্ধনের কাজটা খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান কর্মব্যস্ততা আমাদের সম্পর্কগুলোর মধ্যে এক ধরনের দূরত্ব সৃষ্টি করে দিচ্ছে। যেখানে সম্পর্কগুলোই ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, সেখানে বিয়ের মতো স্থায়ী একটি সম্পর্ক গড়ে ওঠা বেশ কঠিন হয়ে পড়েছে। ট্রেডিশনাল ঘটকরাও এখন নানা সীমাবদ্ধতা আর প্রয়োজনের তাগিদে তাদের পেশা পরিবর্তন করেছেন। উন্নত দেশগুলোর মতো এখন বাংলাদেশেও ম্যাচমেকিংয়ে লেগেছে আধুনিকতার ছোঁয়া। ইন্টারনেট ছেয়ে গেছে শত শত ম্যারেজ মিডিয়া আর ম্যাট্রিমনিয়াল সাইটে। তবে এর মধ্যে যার উদ্যোগ সবচেয়ে বেশি প্রশংসনীয় তিনি হলেন তাসলিমা ম্যারেজ মিডিয়ার প্রতিষ্ঠাতা, একজন মানবাধিকার কর্মী এবং সফল নারী উদ্যোক্তা তাসলিমা আক্তার। তাসলিমা আক্তার জনকণ্ঠকে বলেন, ’একজন সমাজসেবী হিসেবে বিয়ের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করার চিন্তা অনেক আগে থেকেই ছিল। বিয়ের জন্য পাত্র-পাত্রীর মেলবন্ধনের কাজটাকে কম খরচে এবং সহজে সম্পন্ন করার চিন্তা থেকেই তাসলিমা ম্যারেজ মিডিয়ার সৃষ্টি। ব্যস্ততা আর ক্যারিয়ারের জন্য যারা এই গুরুত্বপূর্ণ বিষয়টি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন তাদের জন্য বিষয়টাকে সহজ করে দেয়াই আমার মূল উদ্দেশ্য।’ ২০১১ সালে যাত্রা শুরু করা তাসলিমা ম্যারেজ মিডিয়ার উদ্দেশ্য কতটুকু সার্থক হয়েছে জানতে চাইলে উদ্যোক্তা বলেন, ‘শুরুতে কেউ খুব একটা গুরুত্ব না দিলেও এখন ম্যাট্রিমনিয়াল সার্ভিসকে অনেকেই বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছে। শুরুতে কেবল ঢাকা আর চট্টগ্রামে বসবাসকারী মানুষ সাড়া দিলেও এখন দেশের প্রায় প্রতিটি জেলাতেই আমাদের গ্রাহক রয়েছে। এখন ম্যারেজ মিডিয়া সার্ভিসের জন্য বেশ ভাল সাড়া পাচ্ছি।’ তারা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমেই এখন পাত্র-পাত্রী খুঁজে নেয়া যাচ্ছে। সেবা গ্রহণের জন্য ওয়েবসাইটে ফ্রিতে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের পর মেম্বারশিপ প্যাকেজ কিনে ওয়েবসাইটে পাত্র-পাত্রী বায়োডাটা দেখা যাবে। মেম্বারশিপ ফি সর্বনিম্ন ৫ হাজার টাকা। তাসলিমা আক্তার বলেন, আমাদের অনলাইন প্ল্যাটফর্মে এখন ২৫ হাজারের বেশি অরিজিনাল পাত্র-পাত্রী প্রোফাইল রয়েছে। তাসলিমা আক্তার আরও জানান, ম্যাট্রিমনিয়াল সাইটে একজন গ্রাহকের ব্যক্তিগত, পারিবারিক এবং পেশাগত তথ্যগুলোর সত্যতা যাচাই করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রেজিস্ট্রেশনের সময় গ্রাহককে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট বা ভিসার তথ্য দিতে হয়। আমার প্রতিষ্ঠানের কর্মীরা সেসব তথ্যের ভিত্তিতে এবং পাত্র-পাত্রী ও তার অভিভাবকদের সঙ্গে কথা বলে সব তথ্য যাচাই-বাছাই করে তারপর প্রোফাইল ‘এ্যাকটিভ’ করেন। অনেক ম্যারেজ মিডিয়ার নামে প্রতারণার অভিযোগ প্রায়ই শোনা যায়। আমি চাই আমার প্রতিষ্ঠানের মাধ্যমে যেন কেউ প্রতারিত না হয়। অনলাইনের পাশাপাশি তাসলিমা ম্যারেজ মিডিয়ার অফলাইন সার্ভিসও রয়েছে। সেক্ষেত্রে গ্রাহককে অফিসে এসে পাত্র-পাত্রীর জন্য চাহিদার কথা জানিয়ে বায়োডাটা ও ছবি দিয়ে রেজিস্ট্রেশন করতে হয়। রেজিস্ট্রেশনের জন্য নির্ধারিত ফি রয়েছে। অনলাইন এবং অফলাইনে পাত্র-পাত্রীর বদলে তাদের অভিভাবকরাও রেজিস্ট্রেশন করতে পারবেন। দশ বছরে তাসলিমা ম্যারেজ মিডিয়ার মাধ্যমে বিয়ে হয়েছে বর্তমানে তার প্রতিষ্ঠানটি দেশের সবচেয়ে বেশি বিয়ে সম্পন্নকারী একটি প্রতিষ্ঠান। তা ছাড়া যেহেতু এখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার থেকে শুরু করে সচিব, প্রতিষ্ঠিত ব্যবসায়ী, শিল্পপতিসহ সব ধরনের প্রোফাইল রয়েছে সেহেতু পাত্র-পাত্রী মিলিয়ে দেয়া খুব একটা কঠিন বা সময়সাপেক্ষ ব্যাপার নয়। দেশের বাইরে তাসলিমা ম্যারেজ মিডিয়ায় অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ইউরোপ ও আমেরিকার সেটেল্ড প্রবাসী ও সিটিজেন পাত্র-পাত্রীর প্রোফাইল পাওয়া যাবে। তাসলিমা আক্তারের কাজের স্বীকৃতিস্বরূপ সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে বেশ কিছু পুরস্কার পেয়েছেন এবং বিভিন্ন পত্রিকায় ফিচারও হয়েছে। ডিজিটাল বাংলাদেশ নির্মানে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে দেশের শীর্ষ তসলিমা ম্যারেজ ম্যাট্রিমনিয়াল সাইট সুনাম কুড়িয়েছেন। ওয়েবসাইট : http://ww w.Taslimamarriagemedia.com, ফোন : ০১৭৮২০০৬৬১৫
×