আইটি ডটকম ডেস্ক ॥আমাদের দৈনন্দিন কাজে কম্পিউটার এবং মোবাইল একটি অপরিহার্য অংশ। এসব বেবহারের সময় আমাদের প্রায়ই প্রয়োজন হয় বিভিন্ন ধরনের কনভার্টার এবং এক্সেসরিজ যেমন ভি জি এ কনভার্টার, মোবাইল ডাটা কেবল, ওয়ারলেস চার্জার ইত্যাদি। কিন্তু মানসম্পন্ন ওয়ারেন্টিসহ কনভার্টার বাজারে খুবই অপ্রতুল। “ইৎবধশ ঃযব ফরমরঃধষ ফরারফব” এই স্লোগান নিয়ে ‘সুরভি এন্টারপ্রাইজ লিমিটেড’ বাংলাদেশে নিয়ে এলো ১ বছরের ওয়ারেন্টিসহ টএজঊঊঘ প্রোডাক্ট, যেমন কুইক চার্জার ৩.০। এতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম কুইক চারজিং টেকনোলজি। এটি নরমাল হতে ৪ গুণ দ্রুত ডিভাইসকে চার্জ দিতে সক্ষম। এতে আরও আছে ওভার ভোল্টেজ প্রটেকশন, যা আপনাকে নিশ্চিন্ত রাখবে আপনার ডিভাইসের ওভার ভোল্টেজের কারণে ক্ষতি হওয়া থেকে। ছঈ ৩ চার্জিং সাপোর্টেট ফোন এতে খুবই দ্রুত চার্জ হয়। ১ বছরের ওয়ারেন্টিসহ মূল্য মাত্র ১৩০০ টাকা। টএজঊঊঘ এর অন্যান্য প্রোডাক্ট সম্বন্ধে জানতে যোগাযোগ : ০১৮৪৭০৫২০৭০। টএজঊঊঘ এর বাংলাদেশের একমাত্র পরিবেশক ‘সুরভি এন্টারপ্রাইজ লিমিটেড’।
শীর্ষ সংবাদ: