ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

ইউ গ্রীন প্রোডাক্ট এখন বাংলাদেশে

প্রকাশিত: ০৫:২৫, ২৩ ডিসেম্বর ২০১৭

ইউ গ্রীন প্রোডাক্ট এখন বাংলাদেশে

আইটি ডটকম ডেস্ক ॥আমাদের দৈনন্দিন কাজে কম্পিউটার এবং মোবাইল একটি অপরিহার্য অংশ। এসব বেবহারের সময় আমাদের প্রায়ই প্রয়োজন হয় বিভিন্ন ধরনের কনভার্টার এবং এক্সেসরিজ যেমন ভি জি এ কনভার্টার, মোবাইল ডাটা কেবল, ওয়ারলেস চার্জার ইত্যাদি। কিন্তু মানসম্পন্ন ওয়ারেন্টিসহ কনভার্টার বাজারে খুবই অপ্রতুল। “ইৎবধশ ঃযব ফরমরঃধষ ফরারফব” এই স্লোগান নিয়ে ‘সুরভি এন্টারপ্রাইজ লিমিটেড’ বাংলাদেশে নিয়ে এলো ১ বছরের ওয়ারেন্টিসহ টএজঊঊঘ প্রোডাক্ট, যেমন কুইক চার্জার ৩.০। এতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম কুইক চারজিং টেকনোলজি। এটি নরমাল হতে ৪ গুণ দ্রুত ডিভাইসকে চার্জ দিতে সক্ষম। এতে আরও আছে ওভার ভোল্টেজ প্রটেকশন, যা আপনাকে নিশ্চিন্ত রাখবে আপনার ডিভাইসের ওভার ভোল্টেজের কারণে ক্ষতি হওয়া থেকে। ছঈ ৩ চার্জিং সাপোর্টেট ফোন এতে খুবই দ্রুত চার্জ হয়। ১ বছরের ওয়ারেন্টিসহ মূল্য মাত্র ১৩০০ টাকা। টএজঊঊঘ এর অন্যান্য প্রোডাক্ট সম্বন্ধে জানতে যোগাযোগ : ০১৮৪৭০৫২০৭০। টএজঊঊঘ এর বাংলাদেশের একমাত্র পরিবেশক ‘সুরভি এন্টারপ্রাইজ লিমিটেড’।
×