ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

বাংলাসহ ২০ ভাষায় হজের খুতবার অনুবাদ হবে

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৩:৪০, ২৬ এপ্রিল ২০২৫

বাংলাসহ ২০ ভাষায় হজের খুতবার অনুবাদ হবে

পবিত্র হজের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় খুতবা

পবিত্র হজের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় খুতবা। ৯ জিলহজ আরাফার ময়দানে মসজিদে নামিরা থেকে হজের খুতবা প্রদান করা হয়। বিশ্বজুড়ে হজের খুতবা সরাসরি সম্প্রচার করা হয়। তাৎক্ষণিক বিশ্বের বিভিন্ন ভাষায় হজের খুতবার অনুবাদ করা হয়। প্রতি বছরের মতো এবারও বাংলাসহ বিশ্বের ২০টি ভাষায় হজের খুতবা অনুবাদ করা হবে।

যেসব ভাষায় হজের খুতবা অনুবাদ করা হবে সেগুলো হচ্ছে বাংলা, ফ্রেঞ্চ,  মালয়, উর্দু, ফারসি, চাইনিজ, তুর্কি, রাশিয়ান, হাউসা, ইংরেজি, সুইডিশ, স্প্যানিশ, সোয়াহিলি, আমহারিক, ইতালিয়ান, পর্তুগিজ, বসনিয়ান, মালায়লাম, ফিলিপিনো ও  জার্মান।
এবার পবিত্র হজ পালনের জন্য আগামী ২৯ এপ্রিল বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হবে। আগামী ৩১ মে পর্যন্ত এই ফ্লাইট পরিচালিত হবে। ১৪৪৬ হিজরির ৯ জিলহজ পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ বছর বাংলাদেশ থেকে সরকারি মাধ্যমে পাঁচ হাজার ২০০ জন হজযাত্রী নিবন্ধন করেছেন। এ ছাড়া ৮১ হাজার ৯০০ হজযাত্রী বেসরকারিভাবে এজেন্সির মাধ্যমে হজব্রত পালনের জন্য নিবন্ধন করেছেন। সৌদি সরকারের এজেন্সি প্রতি ন্যূনতম হজযাত্রীর বাধ্যবাধকতার কারণে মোট ৭৫৩টি এজেন্সির অধীনে নিবন্ধিত এসব যাত্রী ৭০টি লিড এজেন্সির মাধ্যমে হজ পালন করবেন।

এবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধান, কঠোর মনিটরিং ও ফলো-আপ তৎপরতার কারণে সৌদি সরকারের বেঁধে দেওয়া সময় ১৪ ফেব্রুয়ারির মধ্যে বেসরকারি এজেন্সির মাধ্যমে নিবন্ধিত হজযাত্রীদের জন্য মিনা ও আরাফায় তাঁবু বরাদ্দ গ্রহণ এবং ক্যাটারিং সার্ভিস কোম্পানির সঙ্গে চুক্তি- এই দুটি অ্যাক্টিভিটি সম্পন্ন হয়।

×