ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

নিষেধাজ্ঞা অমান্য করে আল-আকসায় ইহুদিদের প্রার্থনা

প্রকাশিত: ১৮:০৬, ১৭ এপ্রিল ২০২৫

নিষেধাজ্ঞা অমান্য করে আল-আকসায় ইহুদিদের প্রার্থনা

ছবি: সংগৃহীত

আল আকসা মসজিদে ইসরায়েলি সেটলারদের অনুপ্রবেশ ও প্রার্থনা, নিরাপত্তা দেয় সেনাবাহিনী

অধিকৃত পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গণে জোরপূর্বক প্রবেশ করে ধর্মীয় আচার পালন করেছেন একদল ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারী (সেটলার)। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা স্থানীয় সূত্রের বরাতে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এই তথ্য জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইহুদি সেটলাররা আল আকসা মসজিদ চত্বরে ঢুকে ধর্মীয় আচার পালন করেন। তাদের এই কর্মকাণ্ডে নিরাপত্তা প্রদান করে ইসরায়েলি সেনাবাহিনী।

জেরুজালেমে ধর্মীয় স্থিতাবস্থা বজায় রাখতে বিদ্যমান এক চুক্তি অনুযায়ী, ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম স্থান আল আকসা মসজিদে অমুসলিমদের প্রবেশের অনুমতি থাকলেও ধর্মীয় আচার পালনের অনুমতি নেই। এ নিয়ম লঙ্ঘন করেই সেটলাররা প্রার্থনা করেছেন।

ইহুদিদের ধর্মীয় উৎসব ‘পাসওভার’ উপলক্ষে সম্প্রতি একাধিকবার আল আকসা মসজিদে প্রবেশের চেষ্টা করেছে ইসরায়েলি সেটলাররা। বর্তমানে চলছে পাসওভারের ষষ্ঠ দিন, যা ১২ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত চলবে।

এর আগে একসঙ্গে ৩০ জনের বেশি ইহুদি আল আকসা চত্বরে প্রবেশ ও প্রার্থনা করতে পারতেন না। তবে এবার সেই সীমা অতিক্রম করে বড় সংখ্যায় সেটলারদের প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে, যা উদ্বেগ সৃষ্টি করেছে মুসলিম বিশ্বে।

উল্লেখ্য, ১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধে আল আকসা মসজিদ চত্বর দখল করে ইসরায়েল। চুক্তি অনুযায়ী, মুসলমানরা সেখানে নামাজ আদায় করতে পারেন, তবে ইহুদিদের প্রবেশ সীমিত এবং প্রার্থনার অনুমতি নেই। এরপরও সেখানে অবস্থিত ‘টেম্পল মাউন্টে’ প্রার্থনা করে আসছেন অনেক ইহুদি।

জেরুজালেমের প্রধান রাব্বিনাত একসময় ঘোষণা দিয়েছিলেন, টেম্পল মাউন্টে শুধু আধ্যাত্মিকভাবে প্রস্তুত ইহুদিরাই প্রার্থনা করতে পারবেন। কিন্তু বাস্তবে তা কার্যকর করা যাচ্ছে না বলে অভিযোগ রয়েছে।

শিহাব

×