
ছবি: সংগৃহীত
জনপ্রিয় ইসলামিক বক্তা শায়খ মোখতার আহমেদ এক বক্তব্যে কোরআনুল কারিমের অমরত্ব ও অক্ষয়ত্বের বিষয়টি তুলে ধরে বলেন, “আল্লাহ তায়ালা নিজেই কোরআনকে সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। এটি কোনোভাবেই ধ্বংস করা সম্ভব নয় – না আগুনে, না পানিতে।”
তিনি বলেন, হাদিসে কুদসীতে আল্লাহর রাসূল (সা.) বর্ণনা করেছেন: “আল্লাহ বলেন, আমি তোমার কাছে এমন এক কিতাব নাজিল করেছি, যাকে পানি মুছে ফেলতে পারে না।” অর্থাৎ, পানি কোরআনের কোনো ক্ষতি করতে পারে না।
আরও একটি হাদিসের বরাতে তিনি বলেন, “যদি কোরআন কোন চামড়ার ভেতরে রাখা হয় এবং সেই চামড়াসহ কোরআনকে আগুনে ফেলা হয়, তবুও কোরআন পুড়বে না।” এটি একটি উপমা, যার মাধ্যমে বোঝানো হয়েছে—আল্লাহ কোরআনকে এমনভাবে সংরক্ষণ করেছেন, যার ক্ষতি পৃথিবীর কোনো উপাদান করতে পারবে না।
শায়খ মোখতার আহমেদ ব্যাখ্যা করেন, “আল্লাহ কোরআনকে লাওহে মাহফুজে সংরক্ষণ করেছেন। এটি শুধু কাগজের কিতাব নয়, এটি এক স্বর্গীয় কিতাব, যার মূল কপি আল্লাহর নিকট সংরক্ষিত। দুনিয়ার কেউ চাইলেও একে পুরোপুরি ধ্বংস করতে পারবে না।”
তিনি আরো বলেন, কোরআন শুধু একটি বই নয়, বরং এটি একটি জীবন্ত মুজিজা। এটি মুখে মুখে, হৃদয়ে হৃদয়ে সংরক্ষিত, এবং আল্লাহর প্রতিশ্রুতি অনুযায়ী তা কিয়ামত পর্যন্ত অক্ষত থাকবে।
এই বক্তব্য ইসলামী দর্শনে কোরআনের পবিত্রতা ও অমরত্বের গভীর তাৎপর্যকে নতুনভাবে স্মরণ করিয়ে দেয়।
সূত্র: https://youtu.be/IsSWfTZHefg?si=sIVGdXQPBQFWJ9hN
আবীর