ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

যে ৩ আমলের সওয়াব মৃত্যুর পরও পাওয়া যায়

প্রকাশিত: ২১:১০, ১০ এপ্রিল ২০২৫

যে ৩ আমলের সওয়াব মৃত্যুর পরও পাওয়া যায়

ছবি সংগৃহীত

ইসলাম ধর্মে মৃত্যুর পরের জীবনে সওয়াব লাভের জন্য রাসূলুল্লাহ (সা.) এর যে তিনটি আমল সম্পর্কে বলেছেন, সেগুলো মানবতার কল্যাণে অবদান রাখার পাশাপাশি চিরস্থায়ী সওয়াবের পথে নিয়ে যায়। সেই তিনটি আমলের হচ্ছে।

১. অবদান রেখে যাওয়া শিক্ষা বা জ্ঞান

রাসূলুল্লাহ (সা.) বলেছেন, "যে ব্যক্তি আল্লাহর পথে জ্ঞান অর্জন ও তা ভাগ করে দেন, তার সওয়াব মৃত্যুর পরও চলতে থাকে।" (সহীহ মুসলিম) এতে পরিষ্কারভাবে বলা হয়েছে, যে ব্যক্তি সঠিক শিক্ষা অর্জন করে এবং তা অন্যদের মধ্যে ছড়িয়ে দেয়, তার জন্য মৃত্যুর পরও সওয়াব অব্যাহত থাকে। আজকের যুগে শিক্ষকরা, লেখকরা, গবেষকরা এবং যেকোনো পেশার মানুষ যারা মানবতার কল্যাণে কাজ করে, তাদের জন্য এই আমল গুরুত্বপূর্ণ।

২. ধন-সম্পদ দান (সাদাকাহ জারিয়া)

এছাড়া, যেকোনো সময় মানুষের জন্য উপকারী কিছু দান করা এবং সেই দান দীর্ঘ সময় পর্যন্ত কার্যকরী থাকা—এটি এমন এক আমল, যার সওয়াব মৃত্যুর পরও অব্যাহত থাকে। রাসূল (সা.) বলেছেন, "সাদাকাহ জারিয়া—যে দানটি দীর্ঘমেয়াদি এবং নিয়মিত উপকারে আসে, মৃত্যুর পরেও তার সওয়াব পৌঁছাতে থাকে।" এ ক্ষেত্রে কোনো এক ব্যক্তির সাহায্যে স্থাপিত স্কুল, হাসপাতাল, মসজিদ, রাস্তা, কিংবা কূপ—যা জীবনযাত্রাকে উন্নত করে, তা সাদাকাহ জারিয়ার অন্তর্ভুক্ত।

৩. সৎ সন্তান

রাসূলুল্লাহ (সা.) বলেন, "যে ব্যক্তি ভালো সন্তান রেখে যায়, যারা তার জন্য দোয়া করে, তার সওয়াব মৃত্যুর পরও চলতে থাকে।" এর মাধ্যমে বোঝানো হচ্ছে যে, সৎ সন্তানদের আত্মিক উপকারিতা মৃত্যুর পরও চলতে থাকে। তারা বাবা-মার জন্য সৎ কাজের মাধ্যমে দোয়া করতে থাকে এবং এতে বাবা-মা নিরন্তর সওয়াব অর্জন করতে থাকে।

আশিক

×