
ছবি: সংগৃহীত।
শায়খ আহমাদুল্লাহ বলেন, হঠাৎ মৃত্যু কারোই কাম্য নয়। আকস্মিক মৃত্যুর আশঙ্কা থেকে বাঁচতে ইসলাম আমাদের কিছু গুরুত্বপূর্ণ করণীয়ের কথা বলেছে। রাস্তার হক আদায় করাও এর একটি অংশ।
রাস্তা দিয়ে চলার সময় আমাদের উচিত রাস্তার অধিকারগুলো রক্ষা করা। রাসূলুল্লাহ (সা.) রাস্তার পাঁচটি হক সম্পর্কে বলেছেন—
১. দৃষ্টিকে সংযত রাখা: হারাম কোনো দৃশ্য চোখে পড়লে চোখ নামিয়ে নেওয়া।
২. কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা: রাস্তা পরিষ্কার রাখা এবং চলাচলে বিঘ্ন সৃষ্টি না করা।
৩. সালাম দেওয়া ও জবাব দেওয়া: রাস্তায় সবাইকে সালাম দেওয়া, পরিচিত না হলেও।
৪. সৎকাজের আদেশ ও অসৎ কাজে বাধা: রাস্তার পরিবেশ উন্নত রাখতে সক্রিয় থাকা।
৫. সামাজিক দায়িত্ব পালন: রাস্তায় নিরাপত্তা নিশ্চিত করা।
রাস্তার হক আদায় করলে আল্লাহ আমাদের রক্ষা করেন। রাসূল (সা.) বলেছেন, “রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরানো একটি সদকা।”
ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। হাদিসে বলা হয়েছে, “যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে, সে আল্লাহর জিম্মায় থাকে।” অর্থাৎ, ফজরের নামাজ আদায়কারী ব্যক্তি সারাদিন আল্লাহর হেফাজতে থাকেন।
আকস্মিক মৃত্যু ও দুর্ঘটনার আশঙ্কা থেকে রক্ষা পেতে আমাদের উচিত রাস্তার হক আদায় করা, নিয়মিত দোয়া ও আমল করা এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। এগুলো শুধু ব্যক্তিগত নিরাপত্তাই নিশ্চিত করে না, বরং একটি সুস্থ ও সুরক্ষিত সমাজ গঠনে সহায়ক ভূমিকা রাখে।
সূত্র: https://www.youtube.com/watch?v=V4VB1hSCnAY&ab_channel=IslamisPeacefulReligion
নুসরাত