ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

শিয়ারা কি মুসলিম?

প্রকাশিত: ১৩:২৯, ৮ এপ্রিল ২০২৫

শিয়ারা কি মুসলিম?

ছবি: সংগৃহীত

ইরান ও অন্যান্য দেশের শিয়ারা যে ধরণের আকিদা পোষণ করেন, সেদিক থেকে তারা অনেকটাই ইসলাম থেকে বের হয়ে যান। তাদেরকে আমরা মুসলিম বলতে পারি না।

শিয়ারা আহলে কিবলা বা মুসলমানদের কিবলাকে কিবলা মানা সত্বেও আমরা তাদেরকে মুসলিম ভাই বোন বলতে পারি না।

যখন তারা কোরআন নিয়ে সন্দেহ পোষণ করে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত নিয়ে সন্দেহ পোষণ করে, তখন তাদেরকে আমরা কোনোভাবেই মুমিন বলতে পারি না। শিয়াদের এমন অনেক ত্রুটিপূর্ণ বিশ্বাস রয়েছে।

তবে শিয়াদের মধ্যে জায়েদিয়া এবং আরো দুই একটি শিথিল ধরনের শিয়া রয়েছে, যাদের মাঝে মূল সমস্যার জায়গা হলো খিলাফত নিয়ে। আবু বকর সিদ্দিক (রা:) খলিফা নির্বাচিত হয়েছিলেন, কিন্তু তারা মনে করে যোগ্য ছিলেন আলী (রা:)। এক্ষেত্রে নির্দিষ্ট কিছু সাহাবিদের প্রতি তাদের বিরাগ আছে। এদেরকে আমরা মুসলিম বলতে পারি। মৌলিকভাবে তাদেরকে কাফির বলার কোনো কারণ নেই। তবে এরাও প্রচন্ড রকম গোমড়াহ ও বিভ্রান্ত।

সূত্র: https://youtu.be/yLJjm0zG_f0?si=0FyLhoH0sL6spnEK

মায়মুনা

×