
ছবি: সংগৃহীত
পপুলার ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারি সম্প্রতি ফিলিস্তিন ইস্যুতে মুসলিমদের করণীয় নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। রোববার (৬ এপ্রিল) তার ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ বিষয়ে স্ট্যাটাস প্রকাশ করেন।
স্ট্যাটাসে মাওলানা আজহারি লিখেছেন, "গত কয়েকদিনের ছবি ও ভিডিও দেখে আমি অত্যন্ত কষ্ট পাচ্ছি। এই কষ্টের মধ্যে আমাদের কী করা উচিত, তা নিয়ে ভাবনার সময় এসেছে। বিশ্বের মুসলিম উম্মাহ এখন অনেক সমস্যায় জর্জরিত, যার মূল কারণ হলো আমাদের নিজের জাতিগত পরিচয় ভুলে যাওয়া।"
তিনি বলেন, "শুধু পণ্য বয়কট করলেই চলবে না, বরং বিকল্প ব্যবস্থা গড়ে তুলতে হবে। আমাদের ক্রিয়াশীল জাতি হতে হবে, প্রতিক্রিয়াশীল না। আমাদের নিজস্ব মানসম্মত ব্র্যান্ড তৈরি করা জরুরি, কারণ আমরা শুধু অন্যদের ব্র্যান্ড বয়কট করতে জানি, কিন্তু নিজেদের মধ্যে উৎকর্ষতার জন্য যে গভীর অভ্যন্তরীণ প্রচেষ্টা প্রয়োজন, তা আমরা করছি না।"
মাওলানা আজহারি মুসলিমদের শিক্ষা এবং গবেষণায় মনোনিবেশ করার আহ্বান জানিয়ে বলেন, "একজন মুসলিম হিসেবে শিক্ষা, গবেষণা ও পেশাদারিত্বে নিজেকে শক্ত অবস্থানে দাঁড় করানো মানেই পুরো উম্মাহকে শক্তিশালী করা। আমাদের নবী ﷺ বলেছেন— দুর্বল মুমিনের চেয়ে শক্তিশালী মুমিন আল্লাহর কাছে বেশি প্রিয়।"
তিনি আরও লিখেছেন, "আজকাল মুসলিমরা নানা অপ্রয়োজনীয় কাজে নিজেদের ব্যস্ত রাখছে, যার ফলে উম্মাহ দুর্বল হয়ে পড়ছে। এভাবে চলতে থাকলে, সংকটময় মুহূর্তে আমাদের বিশাল জনসংখ্যাও গুরুত্বপূর্ণ কোনো কাজে আসবে না, যেমনটা আজকাল কোনো কাজে আসছে না।"
স্ট্যাটাসের শেষাংশে মাওলানা আজহারি আবু দাঊদের ৪,২৯৯ নম্বর হাদিস উল্লেখ করেন, যেখানে নবী ﷺ বলেন— "অনতিদূরে সকল বিজাতি তোমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে, যেমন ভোজনকারীরা ভোজপাত্রের ওপর একত্রিত হয়।" এক সাহাবী প্রশ্ন করেন, "হে আল্লাহর রাসুল, তখন কি আমরা সংখ্যা নিয়ে কম হব?" নবী ﷺ উত্তর দেন, "না, তোমরা সংখ্যা দিয়ে অনেক থাকবে, কিন্তু তোমরা তরঙ্গতাড়িত আবর্জনার মতো হবে—শক্তিহীন ও মূল্যহীন।"
এভাবে, মাওলানা আজহারি মুসলিমদের উদ্দেশ্যে উদাত্ত আহ্বান জানিয়েছেন, যেন তারা নিজেদের উন্নতির জন্য যথাযথ প্রয়াস চালায় এবং মুসলিম উম্মাহর শক্তি বৃদ্ধির জন্য নিজেকে যোগ্য করে তোলে।
শিহাব