ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

শাওয়ালের ৬ রোজা: অফুরন্ত সাওয়াবের সুবর্ণ সুযোগ

প্রকাশিত: ০০:১৮, ৬ এপ্রিল ২০২৫

শাওয়ালের ৬ রোজা: অফুরন্ত সাওয়াবের সুবর্ণ সুযোগ

ছবি সংগৃহীত

পবিত্র রমজান মাস শেষে শাওয়াল মাস শুরু হওয়ার পর মুসলিমদের মধ্যে একটি বিশেষ আমলের গুরুত্ব বাড়ে তা হলো শাওয়ালের ৬টি নফল রোজা রাখা। এই রোজাগুলোর রয়েছে অসাধারণ ফজিলত ও উপকারিতা, যা হাদিস দ্বারা প্রমাণিত।

শাওয়ালের ছয় রোজার ফজিলত: হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (সা.) বলেছেন: "যে ব্যক্তি রমজান মাসের রোজা পালন করে তারপর শাওয়াল মাসে ছয়টি রোজা রাখে, সে যেন পুরো বছর রোজা রাখল।" (সহীহ মুসলিম: ১১৬৪)

অর্থাৎ রমজানের ৩০টি রোজার সঙ্গে শাওয়ালের ৬টি রোজা যোগ হলে মোট ৩৬টি রোজা হয়, আর আল্লাহর নিকট প্রতিটি নেক আমলের সওয়াব ১০ গুণ পর্যন্ত হয়। সেই হিসেবে এটি পুরো বছরের রোজার সমান সওয়াবের মর্যাদা অর্জন করে।

রোজা রাখার নিয়ম:

শাওয়াল মাসের যেকোনো ৬ দিনে এই রোজা রাখা যাবে।

টানা ৬ দিন রাখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই।

চাইলে মাঝে মাঝে বিরতি দিয়েও ৬টি রোজা পালন করা যায়।

রমজানে কাযা রোজা থাকলে আগে তা আদায় করে এরপর এই নফল রোজা রাখা উত্তম। তবে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে।

উপকারিতা:

সাওয়াবের দিক থেকে পুরো বছরের রোজার সমান প্রতিদান

রমজানের পরে ইবাদতের ধারাবাহিকতা বজায় রাখা যায়

আত্মার প্রশান্তি ও আত্মসংযমের অনুশীলন

আল্লাহর নৈকট্য অর্জনের আরেকটি সুযোগ

আশিক

×