
ছবি: সংগৃহীত।
মুসলিমদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়েছে গত ৩১ মার্চ। এখন শুরু হয়েছে আরেক গুরুত্বপূর্ণ উৎসব—ঈদুল আজহার প্রতীক্ষা, যা কোরবানির ঈদ নামেও পরিচিত। এ ঈদের সম্ভাব্য তারিখ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের ‘আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটি’।
সংস্থাটির তথ্যমতে, আগামী ২৭ মে সন্ধ্যায় হিজরি বর্ষপঞ্জিকার শেষ মাস জিলহজের চাঁদ দেখা যাবে এবং ২৮ মে হবে জিলহজ মাসের প্রথম দিন। সে অনুযায়ী, মধ্যপ্রাচ্যে ৬ জুন ঈদুল আজহা উদযাপিত হতে পারে।
আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, আরব আমিরাতে ২৭ মে সকাল ৭টা ০২ মিনিটে চাঁদটি উঠবে এবং ওই দিন সূর্যাস্তের ৩৮ মিনিট পর পর্যন্ত আকাশে দৃশ্যমান থাকবে। ফলে অর্ধচন্দ্রটি সহজেই দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এই তথ্য অনুযায়ী, ৫ জুন হবে পবিত্র হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন—আরাফাত দিবস। পরদিন অর্থাৎ ৬ জুন উদযাপিত হবে ঈদুল আজহা।
তবে, যদি ২৭ মে সন্ধ্যায় চাঁদ দেখা না যায়, সে ক্ষেত্রে মধ্যপ্রাচ্যে ঈদ উদযাপিত হবে ৭ জুন।
বাংলাদেশ সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর ঈদ উদযাপন করে। সে অনুযায়ী, এ দেশে ঈদুল আজহা অনুষ্ঠিত হতে পারে ৭ অথবা ৮ জুন।
সূত্র: গালফ নিউজ
সায়মা ইসলাম