ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

কেয়ামতের অন্যতম ভয়াবহ আলামত ‘দাব্বাতুল আরদ্’, যা বললেন মুফতি কাজী ইব্রাহীম

প্রকাশিত: ১৭:৩৬, ৩ এপ্রিল ২০২৫; আপডেট: ১৭:৩৮, ৩ এপ্রিল ২০২৫

কেয়ামতের অন্যতম ভয়াবহ আলামত ‘দাব্বাতুল আরদ্’, যা বললেন মুফতি কাজী ইব্রাহীম

ছবি: সংগৃহীত

ইসলামি বক্তা মুফতি কাজী ইব্রাহীম কেয়ামত বিভিন্ন আলামতের মধ্যে ভূগর্ভ থেকে একটি প্রাণি বের হওয়ার কথা বলেছেন। তিনি পবিত্র কোরআনের একটি সূরা উদ্ধৃত করে এর বাংলা অর্থ বলেন,

'যখন প্রতিশ্রুতি (কিয়ামত) নিকটবর্তী হবে তখন আমি তাদের সামনে ভূগর্ভ থেকে একটি প্রাণি নির্গত করবো। সে মানুষের সাথে কথা বলবে, এ বিষয়ে যে, মানুষ আমার নিদর্শনসমূহে বিশ্বাস করত না।' (সূরা নামল: আয়াত ৮২)

মুফতি কাজী ইব্রাহীম আরও বলেন, সাফা এবং মারওয়া পাহাড়ের মাঝখান থেকে এই প্রাণি বের হবে এবং এটি মানুষের সাথে এটি কথা বলবে।

তিনি জানান, পবিত্র কোরআনে এর উল্লেখ আছে। এছাড়া, সহিহ বুখারি ও সহিহ মুসলিম হাদিস গ্রন্থেও কেয়ামতের ১০টি আলামতের একটি হিসেবে 'দাব্বাতুল আরদ্' নামের এই পশুটির কথা আছে বলে উল্লেখ করেন তিনি।

এটি কেয়ামতের অন্যতম সর্বশেষ ভয়াবহ আলামত। পশ্চিম আকাশে সূর্য উদিত হওয়ার পর তওবার দরজা বন্ধ হয়ে গেলে এটি বের হবে।

 

সূত্র: https://www.facebook.com/share/r/16XS43o2om/

রাকিব

×