ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

হঠাৎ বিপদ থেকে রক্ষা পেতে যে দোয়া পড়বেন – জানালেন মিজানুর রহমান আজহারী

প্রকাশিত: ১৭:০৩, ৩ এপ্রিল ২০২৫

হঠাৎ বিপদ থেকে রক্ষা পেতে যে দোয়া পড়বেন – জানালেন মিজানুর রহমান আজহারী

ছবি: সংগৃহীত

জীবনে অনেক সময় হঠাৎ বিপদের সম্মুখীন হতে হয়। দুর্ঘটনা, অসুস্থতা বা অপ্রত্যাশিত কোনো বিপর্যয় থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করা গুরুত্বপূর্ণ।

বিশিষ্ট ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী বলেছেন, হঠাৎ বিপদ থেকে রক্ষা পেতে একটি গুরুত্বপূর্ণ দোয়া রয়েছে, যা রাসুল (সা.) শিখিয়েছেন।

যে দোয়াটি পড়তে বলা হয়েছে:

اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك

উচ্চারণ:
"Allahumma ikfini bihalalika ‘an haramika wa aghnini bifadlika ‘amman siwak."

অর্থ:
"হে আল্লাহ! তুমি আমাকে তোমার হালাল দ্বারা যথেষ্ট করো এবং হারাম থেকে বাঁচাও, আর তোমার অনুগ্রহে আমাকে অন্যদের মুখাপেক্ষী হওয়া থেকে রক্ষা করো।"

কেন এই দোয়াটি গুরুত্বপূর্ণ?

 হঠাৎ বিপদ ও বিপর্যয় থেকে রক্ষা পাওয়ার জন্য এটি সহায়ক।
 আল্লাহর সাহায্য ও নিরাপত্তা লাভের জন্য গুরুত্বপূর্ণ দোয়া।
 অর্থনৈতিক সংকট, বিপদ-আপদ এবং মানসিক দুশ্চিন্তা থেকে মুক্ত থাকতে সাহায্য করে।

মিজানুর রহমান আজহারী বলেন, "আমরা যখন বিপদে পড়ি, তখন এই দোয়াটি পড়লে আল্লাহর রহমত নেমে আসে। তাই আমাদের উচিত প্রতিদিন এই দোয়াটি অন্তরে ধারণ করা ও আমল করা।"
 

কানন

×