ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

‘পর্নোগ্রাফি’ সর্বগ্রাসী আসক্তি ও এর পরিণতি

প্রকাশিত: ২৩:২২, ২ এপ্রিল ২০২৫

‘পর্নোগ্রাফি’ সর্বগ্রাসী আসক্তি ও এর পরিণতি

ছবিঃ সংগৃহীত

পর্নোগ্রাফির ভয়াবহতা নিয়ে সতর্কবার্তা দিয়েছেন জনপ্রিয় ডাক্তার নোবেল। তিনি বলেন, “আপনি যদি শয়তানের এই নিয়ন্ত্রণের মধ্যে থাকেন, দিনের পর দিন এই অশ্লীল জিনিস দেখে যান এবং এই কাজগুলো করে যান, তবে আল্লাহ মাফ করুন, আপনার ইবাদত কবুল হবে না এবং আপনি ধ্বংস হয়ে যাবেন। এছাড়াও আল্লাহ নারাজ হবেন।”

তিনি আরও বলেন, “যে ব্যক্তি গোপনে গুনাহ করবে, সে তার ব্যক্তিজীবনে, পারিবারিক জীবনে লাঞ্ছিত হবে। তার সম্মান নষ্ট হবে, ধীরে ধীরে তার জীবন ক্ষয়ে যাবে, তার ইজ্জত নষ্ট হয়ে যাবে এবং তার রিজিক আল্লাহ কমিয়ে দেবেন।”

অপরদিকে, যারা গোপনে ইবাদত করেন, বিশেষ করে একাকী অবস্থায় যখন সুযোগ থাকা সত্ত্বেও অশ্লীল কিছু দেখা থেকে বিরত থাকেন, আল্লাহ তাদের প্রতি খুশি হন। তিনি বলেন, “যে ব্যক্তি আল্লাহর ভয় করে নিজেকে সংযত রাখবে, আল্লাহ তার রিজিক বাড়িয়ে দেবেন এবং সমাজ ও পরিবারে তাকে সম্মানিত করবেন। আল্লাহ তায়ালা যখন খুশি হন, তখন জমিনে সেই বান্দার সম্মান তিনি নিজেই বাড়িয়ে দেন।”

সূত্রঃ https://www.facebook.com/watch/?v=1708196846720161&rdid=0OjCSredzigZ8EJl

ইমরান

×