
ছবি: সংগৃহীত
ঈদের দিন কবরস্থানে বেশ ভীড় লক্ষ্য করা যায়। ঈদের জামাত শেষে মুসল্লিরা তাদের মৃত আত্মীয় স্বজনদের কবর জিয়ারত করে। এই প্রবণতা জুমার দিনেও দেখা যায়।
সাধারণ অবস্থায় কবর জিয়ারত করার বিষয়ে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উৎসাহিত করেছেন। তিনি বলেন,
”সুতরাং তোমরা তোমাদের মৃতদের কবর জিয়ারত কর। কেননা, তা তোমাদের আখেরাতের কথা স্মরণ করিয়ে দেয়”। (সহিহ মুসলিম, হাদিস : ১০৭; সুনানে ইবনে মাজাহ, হাদিস : ১৫৭১)
কবর জিয়ারতের মাধ্যমে মৃত্যুর কথা মনে পড়ে এবং আল্লাহর রাস্তায় আসার সুযোগ বাড়ে। তাই, কবর জিয়ারত করা আমাদের জন্য একটি উপকারী এবং কুরআন ও সুন্নাহ সম্মত একটি আমল।
তবে, ঈদের বা জুমার সালাতের পর বিশেষ গুরুত্বে কবর জিয়ারতের কথা কুরআন হাদিসের কোথাও বলা নেই। অর্থাৎ ঈদের দিন পালনীয় আমল বা ইবাদতগুলোর মধ্যে কবর জিয়ারতের কথা নেই।
ঈদের দিন বা জুমার দিন কেউ যদি মনে করেন প্রিয়জনদের কথা মনে পড়ছে, আনন্দের দিনে তাদের স্মরণ হচ্ছে, তাদের শান্তির জন্য দোয়া করতে কবর জিয়ারতে কোনো বাধা নেই। কিন্তু, এটিকে নিয়ম বানিয়ে ফেলা, এটিকে সুন্নাহ মনে করা বা করণীয় মনে করা একটি ভুল ধারণা।
মায়মুনা