
ছবি: সংগৃহীত
বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক বক্তা এবং আসসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ স্পষ্ট করেছেন যে, গোস্তকে মাংস বলা সম্পূর্ণ বৈধ এবং এতে কোনো গুনাহ নেই। সম্প্রতি এক প্রশ্নোত্তর পর্বে তাকে জিজ্ঞাসা করা হয়, গোস্তকে মাংস বলা যাবে কিনা।
জবাবে তিনি বলেন, “অনেকে মনে করেন গোস্তকে মাংস বলা যাবে না, কারণ এটি নাকি হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাসের সাথে জড়িত। তারা গরুকে মা মনে করে এবং এজন্য মাংসকে ‘মাংস’ বলে। কিন্তু এটি সঠিক ধারণা নয়। ইসলামিক দৃষ্টিকোণ থেকে গোস্তকে মাংস বলা যেতে পারে এবং এতে কোনো সমস্যা নেই।”
তিনি আরও বলেন, এ ধরনের বিভ্রান্তি দূর করা জরুরি, যাতে সাধারণ মানুষ ভুল তথ্যের ভিত্তিতে অযথা সন্দেহে না পড়েন।
সূত্র: https://www.facebook.com/share/r/1AL1KVGuH1/
আবীর