
ছবিঃ সংগৃহীত
মক্কার মসজিদুল হারামে রমজান মাসের ২৯তম রাতে ওমরা পালনকারীসহ ৪১ লাখেরও বেশি মুসল্লি এশা ও তারাবিহ নামাজ আদায় করেছেন।
পবিত্র রমজান মাসের শেষ ১০ দিনের মধ্যে বিজোড় রাতগুলো আধ্যাত্মিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সে হিসাবে ২৯তম রাতটিও গুরুত্বপূর্ণ। মসজিদুল হারামে এ রাতে তারাবিহ নামাজের মাধ্যমে এক খতম কোরআন তেলাওয়াত সম্পন্ন হয়।
শবে কদর হতে পারে এমন আশায় মুসল্লি ও ওমরা পালনকারীরা সারারাত ইবাদত-বন্দেগি করেন।
সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. তৌফিক আল-রাবিয়ার দেওয়া তথ্যমতে, এদিন রাতে ৩৪ লাখেরও বেশি মুসল্লি মসজিদুল হারামে এশা ও তারাবিহ নামাজ আদায়ের জন্য এসেছিলেন। এর বাইরে ওমরা পালনকারীর সংখ্যা ছিল ৬ লাখ ৪৬ হাজার ৬০০ জনেরও বেশি। এছাড়াও ৪২ হাজারেরও বেশি বোতল জমজম কূপের পানি ও ৭ লাখ ২ হাজার প্যাকেট ইফতার বিতরণ করা হয়েছে।
এদিন সকাল থেকেই মুসল্লি ও ওমরা পালনকারীরা মসজিদুল হারামে আসতে শুরু করেন। তাদের উপস্থিতিতে মসজিদের প্রতিটি জায়গা কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
লাখো মুসল্লির যেন কোনো ধরনের অসুবিধা না হয়, সেজন্য আগে থেকেই প্রয়োজনীয় সব ব্যবস্থা নিশ্চিত করেছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মুসল্লি ও ওমরা পালনকারীদের সুবিধার্থে বিভিন্ন জায়গায় দিকনির্দেশনামূলক চিহ্নের পাশাপাশি পর্যাপ্ত শৌচাগার, বিভিন্ন পয়েন্টে জমজম কূপের পানির ব্যবস্থা, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য বিশেষ প্রবেশপথ, ইমারজেন্সি টিমসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছিল।
মুমু