
ছবি: সংগৃহীত
প্রতিবছর ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন মুসলমানরা ঈদের নামাজ আদায় করতে ঈদগাহে সমবেত হন। তবে অনেকের মনে প্রশ্ন জাগে—নারীরা কি ঈদের জামায়াতে অংশ নিতে পারবেন? ইসলাম এ বিষয়ে কী বলে?
ইসলামে নারীদের ঈদের নামাজ আদায়ের অনুমতি রয়েছে। মহানবী হযরত মুহাম্মাদ (সা.) ঈদের দিনে পুরুষদের পাশাপাশি নারীদেরও ঈদগাহে গিয়ে জামায়াতে অংশগ্রহণের উৎসাহ দিয়েছেন।
হাদিসে এসেছে, হজরত উম্মে আতিয়া (রা.) বলেন: "আমাদেরকে (নারীদের) ঈদগাহে যাওয়ার আদেশ করা হতো, এমনকি হায়েজ অবস্থায় থাকা নারীদেরও, তবে তারা নামাজের স্থানে না গিয়ে শুধু দোয়া ও তকবিরে শরিক হতেন।" (বুখারি, মুসলিম)
এই হাদিস থেকে বোঝা যায় যে, নারীদের ঈদের জামায়াতে অংশগ্রহণ করা সুন্নাত।
ইসলামে নারীদের মসজিদে গিয়ে ঈদের নামাজ পড়ার অনুমতি রয়েছে। তবে এটি বাধ্যতামূলক নয়। যদি নারীরা নামাজের উপযুক্ত পরিবেশ পান এবং পর্দা মেনে ঈদগাহ বা মসজিদে যেতে পারেন, তাহলে এতে কোনো বাধা নেই।
শিলা ইসলাম