ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

রমজানের শেষ দিন যেভাবে কাটাবেন

প্রকাশিত: ১০:২৩, ২৯ মার্চ ২০২৫

রমজানের শেষ দিন যেভাবে কাটাবেন

ছবি: সংগৃহীত

পবিত্র রমজান মাসের শেষ দিন প্রতিটি মুসলমানের জন্য বিশেষ গুরুত্ব বহন করে। ইবাদত-বন্দেগি, আত্মশুদ্ধি ও দানের মাধ্যমে এ দিনটি কাটানো উচিত বলে ইসলাম ধর্ম নির্দেশনা দিয়েছে। যারা পুরো রমজান মাস রোজা রেখেছেন, তারা এই দিনটিতে শেষবারের মতো রমজানের বরকতপূর্ণ মুহূর্তগুলোকে যথাযথভাবে কাজে লাগানোর চেষ্টা করেন।

ইবাদতে মনোনিবেশ করুন
রমজানের শেষ দিনটি বিশেষ ইবাদতের মাধ্যমে কাটানো উচিত। কোরআন তিলাওয়াত, নফল নামাজ, দোয়া ও জিকিরের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা যায়। এটি এমন একটি সময়, যখন রোজাদারদের দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে।

ফিতরা ও দান-সদকা প্রদান
ঈদুল ফিতরের আগে ফিতরা আদায় করা ইসলামের গুরুত্বপূর্ণ নির্দেশনা। তাই যারা এখনো সাদাকাতুল ফিতর দেননি, তারা অবশ্যই এটি আদায় করবেন। এছাড়া, যারা সামর্থ্যবান, তারা গরিব-দুঃখীদের সহায়তা করার জন্য দান-সদকার পরিমাণ বাড়িয়ে দিতে পারেন।

পরিচ্ছন্নতা ও ঈদের প্রস্তুতি
ঈদের জন্য ঘর-বাড়ি পরিষ্কার রাখা এবং পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা ইসলামি সংস্কৃতির অংশ। রমজানের শেষ দিনটিতে ঈদের জন্য মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত হওয়াও জরুরি।

পরিবারের সঙ্গে সময় কাটান
রমজানের শেষ দিনটিতে পরিবার ও আত্মীয়স্বজনের সঙ্গে সুন্দর সময় কাটানো উচিত। ছোটদের ঈদের আনন্দ দেওয়া, অভিভাবকদের খোঁজ নেওয়া এবং পরিবারের সবাইকে নিয়ে দোয়া করা এই দিনের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হতে পারে।

আল্লাহর সন্তুষ্টির জন্য দোয়া করুন
রমজানের শেষ মুহূর্তগুলোতে বিশেষ দোয়া করা উচিত, যেন আল্লাহ আমাদের ইবাদত ও রোজাগুলো কবুল করেন এবং ঈদ আমাদের জন্য সত্যিকারের আনন্দ ও রহমতের উৎস হয়।

রমজানের শেষ দিনটি যেন শুধুমাত্র ঈদের প্রস্তুতিতেই সীমাবদ্ধ না থাকে, বরং আমরা যেন তা ইবাদত, দান-সদকা ও আত্মশুদ্ধির মাধ্যমে কাটিয়ে দিতে পারি।

শিলা ইসলাম

×