ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

ঈদের দিনের গুরুত্বপূর্ণ ১০ টি সুন্নাহ

প্রকাশিত: ০৮:৪২, ২৯ মার্চ ২০২৫

ঈদের দিনের গুরুত্বপূর্ণ ১০ টি সুন্নাহ

ছবি: সংগৃহীত

ঈদ আল্লাহ তা’আলার পক্ষ থেকে আমাদের জন্য পুরস্কার, নিয়ামত ও উপহার। রমজানের একমাস বান্দা আল্লাহর সন্তুষ্টি ও ক্ষমা প্রার্থনায় ইবাদত বন্দেগী করেছে, এর উপহারস্বরূপ ঈদুল ফিতর। সুতরাং, আল্লাহর দেওয়া উপহারকে আল্লাহর বলা পদ্ধতিতেই উৎযাপন করা উচিত।

ঈদের দিনের সুন্নাহগুলো হলো:

১. খুব ভোরে ঘুম থেকে উঠা। ফজরের নামাজ জামাতের সহিত পড়া। ঈদের সালাতেও আগেভাগে যাওয়া।

২. ঈদের জামাতের আগে খেজুর বা অন্য কোনো মিষ্টান্ন জাতীয় খাবার খেয়ে যাওয়া।

৩. যার যা আছে তার মধ্যে থেকে সবচেয়ে উত্তম কাপড়টি পরিধান করা। নতুন হতে হবে এমনটা জরুরি নয়।

৪. ঈদের দিন সকালে গোসল করে পবিত্র হওয়া, সুগন্ধি ব্যবহার করা ও মেসওয়াক করা।

৫. ঈদের সালাতের যে পথে যাব, তার বিকল্প পথে ফেরা।

৬. ঈদের সালাতের যাওয়ার সময় তাকবীর দিতে দিতে যাওয়া-

”আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু , আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।”

বাচ্চাদেরকে ও অন্যান্যদের সাথে ঈদের সালাতের যাওয়ার সময় গল্পগুজব না করে তাকবীর পড়তে পড়তে যাওয়া।

৭. ঈদের দিনে যথাসম্ভব হাসিমুখে থাকার চেষ্টা করা, আনন্দ করার চেষ্টা করা। গোমড়া মুখে না থাকা।

৮. পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া। কোনো বাহনে না চড়ে পাড়ে হেঁটে ঈদগাহে যাওয়া উত্তম।

৯. ঈদের সালাত মসজিদে না পড়ে, কোনো ঈদগাহে বা মাঠে ময়দানে আদায় করা

১০. ঈদের দিন কোনোভাবেই যেন আল্লাহ তাআলার নাফরমানি হয় এমন কাজ না হয়। ঈদের দিন গান বাজনা বা এই জাতীয় কাজ করা আল্লাহ তাআলার নিয়ামতকে অপব্যবহার করার শামিল।

সূত্র: https://youtu.be/L2ecpKv9wNs?si=2FSwfsPtQlPN9XYJ

মায়মুনা

×