ঢাকা, বাংলাদেশ   সোমবার ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

জীবন সাজাবো রোজার মতো, পরকাল হবে ঈদের মতো – ড. শফিকুল ইসলাম মাসুদ

প্রকাশিত: ২২:৫৭, ২৮ মার্চ ২০২৫

জীবন সাজাবো রোজার মতো, পরকাল হবে ঈদের মতো – ড. শফিকুল ইসলাম মাসুদ

ছবি: সংগৃহীত।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ডেমরা মধ্য থানার উদ্যোগে সুবিধাবঞ্চিত, অসহায়, দুঃস্থ ও ছিন্নমূল পথশিশুদের মাঝে ঈদ পোশাক বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “যেমন ৩০টি রোজা শেষ করার পর ঈদ আসে, তেমনি সারাজীবন আল্লাহর বিধান মেনে চললে পরকালও ঈদের মতো আনন্দদায়ক হবে। তাই আমাদের উচিত, পুরো জীবনকে রোজার মতো সংযমী ও সৎভাবে গড়ে তোলা, যাতে মৃত্যুর পর আমরা ঈদের আনন্দের মতো পুরস্কার লাভ করতে পারি।”

তিনি আরও বলেন, “যদি আমরা এক মাসের রোজা পালনের পর ঈদের আনন্দ লাভ করতে পারি, তাহলে পুরো জীবন আল্লাহর বিধান অনুযায়ী পরিচালনা করলে মৃত্যুর পরের জীবনও আনন্দময় হবে। তাই আমাদের উচিত, জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর নির্দেশ মেনে চলা।”

অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ ও সমাজসেবীরা উপস্থিত ছিলেন।

সূত্র: https://www.facebook.com/watch/?v=664918202687707&rdid=JnTBMPzit73JAY1E

সায়মা ইসলাম

×