
ছবি: সংগৃহীত
জাকাত মানে পবিত্রতা,জাকাত মানে বৃদ্ধি। জাকাত প্রদানের মাধ্য দিয়ে সম্পদ পবিত্র হয়,আত্মা পরিশুদ্ধ হয় এবং সম্পদে বরকত হয়। জাকাত মুসলমানদের জন্য একটি ফরয ইবাদত, জাকাত যেমন দারিদ্রতা বিমোচন করে তেমনি পরকালের কঠিন ভয়াবহ শাস্তি থেকে মানুষকে রক্ষা করে।পবিত্র কুরআনে নামাজ যেমন ৮২ বার রয়েছে অনুরূপ প্রত্যক্ষ ও পরক্ষভাবে জাকাতের নির্দেশাও রয়েছে ৮২বার।
পবিত্র কুরআনে আল্লাহ তা’লা বলে, নিশ্চয়ই সদাকা হচ্ছে ফরিক ও মিসকিনদের জন্য এবং এতে নিয়োজিত কর্মচারীদের জন্য,আর যাদের অন্তর আকৃষ্ট করতে হয় তাদের জন্য;(তা বণ্টন করা যায়) দাস আজাদ করার ক্ষেত্রে, ঋণগ্রস্তদের মধ্যে,আল্লাহর রাস্তায় এবং মুসাফিরদের মধ্যে। এটি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, আর আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাময়। (সূরা তওবা,আয়াত:৬০)।
জাকাত মূলত স্বাধীন এমন মুসলিম নর-নারী আদায় করবে। যার কাছে নিসাব পরিমাণ সম্পদ আছে, তবে এর জন্য শর্ত হলো:
- সম্পদের ওপর পূর্ণাঙ্গ মালিকানা থাকতে হবে।
- সম্পদ বর্ধনশীল হতে হবে।
- নিসাব পরিমাণ সম্পদ থাকতে হবে।
- সারা বছরের মৌলিক প্রয়োজন মেটানোর পর অতিরিক্ত সম্পদ।
- জাকাত ফরজ হওয়ার পর উপযুক্ত নিসাব পরিমাণ সম্পদ থাকা
- কারো কাছে নিসাব পরিমাণ সম্পদ পূর্ণ এক বছর থাকলে যাকাত দিতে হবে।
জাকাতের নিসাব হচ্ছে সাড়ে সাত তোলা সোনা অথবা সাড়ে বায়ান্ন তোলা রূপা। হাদিসে আছে, যে সম্পদের ওপর জাকাত ফরজ ,তার ৪০ ভাগের এক ভাগ (আড়াই শতাংশ) জাকাত দেয়া আবশ্যক।(আবু দাউদ,হাদিস:১৫৭২;সুনানে তিরমিজি,হাদিস:৬২৩)
ইসলামে অত্যাবশ্যক বিধানগুলোর একটি জাকাত। কেউ জাকাতের বিধান অস্বীকার করলে সে মুসলিম থাকবে না। তাই যথাযথভাবে জাকাত আদায় করা কর্তব্য, এর জন্য পরকালে কঠিনতম শাস্তির ব্যবস্থা রয়েছে। কুরআন ও হাদিসে জাকাত আদায় না করার ভয়াবহ শাস্তির কথা এসেছে। এ বিষয়ে মহান আল্লাহ বলেন, যেদিন জাহান্নামের আগুনে তা উত্তপ্ত করা হবে,অতঃপর তা দিয়ে তাদের কপালে,পার্শদেশে ও পিঠে সেঁক দেয়া হবে (বলা হবে) এটা তাই যা তোমরা নিজেদের জন্য জমা রাখতে,অতএব তোমরা যা জমা করেছিলে,এবার তার স্বাদ উপভোগ করো।(সূরা তওবা,আয়াত:৩৫)
হযরত আবু হুরাইরা থেকে বর্ণিত রাসূল(সঃ)বলেছেন,আল্লাহ যাকে সম্পদ দিয়েছেন, কিন্তু সে এর জাকাত আদায় করেনি,কিয়ামতের দিন তার সম্পদকে বিষের তীব্রতার কারণে টাক মাথাবিশিষ্ট বিষধর সাপের আকৃতি দিয়ে তা তার গলায় ঝুলিয়ে দেয়া হবে।সাপটি তার মুখের দুই পাশ কামড়ে ধরে বলবে, আমি তোমার সম্পদ, আমি তোমার জমাকৃত সম্পদ।(বুখারি হাদিস:১৪০৩)
ইসলামি এই নিয়ম মেনে আমরা জাকাত আদায় করবো। তবেই, পরকালের কঠিন ভয়াবহ শাস্তি থেকে রক্ষা ও মুক্তি পাবো।
মেহেদী হাসান