ঢাকা, বাংলাদেশ   সোমবার ৩১ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

লাইলাতুল কদর রাতে দেশবাসীর উদ্দেশে মিজানুর রহমান আজহারী’র বার্তা!

প্রকাশিত: ০০:৪০, ২৮ মার্চ ২০২৫

লাইলাতুল কদর রাতে দেশবাসীর উদ্দেশে মিজানুর রহমান আজহারী’র বার্তা!

ছবিঃ সংগৃহীত

পবিত্র মক্কাতুল মোকারামা থেকে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি।

তিনি বলেন, "আমরা গতকাল মক্কাতুল মোকারামায় ২৭ তারিখের কদরের রাত কাটিয়েছি। আজ বাংলাদেশে ২৭ তারিখ কদরের রাত উদযাপন হচ্ছে, যা একটি গুরুত্বপূর্ণ রাত।"

তিনি আরও বলেন, "আল্লাহর রাসূল (স.) রোজার শেষ ১০ দিনে রাতে ঘুমাতেন না এবং একান্তভাবে ইবাদত করতেন। আমরা গতকাল লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসল্লিকে দেখতে পেয়েছি যারা উমরাহ পালন করেছেন এবং তারাবিতে অংশগ্রহণ করেছেন। আলহামদুলিল্লাহ, আজ বাংলাদেশে আমরা কদরের রাত উদযাপন করছি।"

তিনি হযরত আয়েশা (রাঃ)-এর উল্লেখ করে বলেন, "আল্লাহর রাসূল (স.) বলেছেন যে, এই রাতে বিশেষ একটি দোয়া পড়তে হবে: 'আল্লা-হুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী' অর্থাৎ, 'হে আল্লাহ! নিশ্চয়ই আপনি ক্ষমাশীল। ক্ষমা করাটা আপনার পছন্দ। অতএব আমাকে ক্ষমা করে দিন।'"

মিজানুর রহমান আজহারি বলেন, "আল্লাহর রাসূল (স.) রোজার শেষ দশকে রাতজেগে ইবাদত করতেন এবং পরিবারের সবাইকে জাগিয়ে তুলতেন। তিনি সারা বছর যে কুরআন আয়াত নাজিল হয়েছিল, তা জিবরাইল (আ.) এর সাথে রিভাইজ করতেন, এবং জিবরাইল (আ.) পরে রাসূল (স.) কে তা শোনাতেন।"

তিনি বলেন, "এই রাতটি ক্ষমার রাত, এবং আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে পারি। রমজানে, আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তির ঘোষণা দেন, এবং আমরা যেন সেই মুক্তিপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি।"

মিজানুর রহমান আজহারি পবিত্র মক্কাতুল মোকারামা থেকে দেশবাসীর জন্য দোয়া কামনা করেন। তিনি বিশেষভাবে তার "হাসানাহ ফাউন্ডেশন"-এর জন্য দোয়া চান, যাতে তারা বাংলাদেশে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারে। "কদরের এই বরকতময় রাতে আমরা দোয়া করি, যেন হাসানাহ ফাউন্ডেশন এর ভবিষ্যৎ সফলভাবে পরিচালনা করতে পারি।"

তিনি আরও জানান, "ঈদের পরপরই আমি দেশে ফিরে আসবো এবং এখন থেকে দেশে থাকবো, ইনশাআল্লাহ। ফাউন্ডেশন কার্যক্রম সরাসরি পরিচালনা করবো।"

সূত্রঃ https://www.facebook.com/watch/?v=1153037956292703&rdid=FUoiHfCmoqzbnMXa

ইমরান

×