
ছবিঃ সংগৃহীত
ভোররাতে আজানের আগে মাইকে ডাকাডাকি করা কি শরীয়ত সম্মত? এই প্রশ্নের উত্তর দিয়েছেন শায়খ আহমাদুল্লাহ।
তিনি বলেন, মোটেও শরীয়ত সম্মত কাজ না এটা৷ এটা খুবই খারাপ একটা কাজ যা এখন অনেক মসজিদেই করা হয়। বিশেষ করে রমজান মাসে রাত ৩টা থেকে ডাকাডাকি শুরু করে দেয়। কিন্ত ওই সময় কেউ তাহাজ্জুদ পড়তে পারে, কেউ হয়তো অসুস্থতাজনিত কারণে রোজা রাখবে না, তাদের সবার ঘুম নষ্ট করতেছেন, বাচ্চাদেরও ঘুম নষ্ট হচ্ছে যা করা ঠিক না। এখনকার দিনে সবাই আ্যলার্ম ব্যবহার করেই উঠতে পারে, তাই বলে বেশি ডাকা ঠিক না।
রিফাত