ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

বেজোড় রাতের ইবাদত: ফজিলত ও করণীয়

প্রকাশিত: ০১:২৭, ২৫ মার্চ ২০২৫

বেজোড় রাতের ইবাদত: ফজিলত ও করণীয়

ছবি: সংগৃহীত

ইসলামে বেজোড় রাতগুলোর (২১, ২৩, ২৫, ২৭ ও ২৯তম রাত) বিশেষ গুরুত্ব রয়েছে, বিশেষ করে রমজান মাসের শেষ দশকের বেজোড় রাতগুলোর তাৎপর্য অপরিসীম। এসব রাতেই লাইলাতুল কদর থাকার সম্ভাবনা বেশি, যা হাজার মাসের চেয়েও উত্তম। তাই এই রাতগুলোতে ইবাদতের গুরুত্ব আরও বেড়ে যায়।

বুখারি ও মুসলিম শরিফে হাদিস পাওয়া যায় যে, রাসুলুল্লাহ (সা.) বলেছেন: "তোমরা লাইলাতুল কদরকে রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে খুঁজে নাও।" (সহিহ বুখারি: ২০১৭, সহিহ মুসলিম: ১১৬৯)

বেজোড় রাতের ইবাদত কীভাবে করবেন?
তাহাজ্জুদ নামাজ আদায় করুন
তাহাজ্জুদ নামাজ আল্লাহর নৈকট্য লাভের অন্যতম মাধ্যম। অন্তত দুই রাকাত হলেও পড়ার চেষ্টা করুন।

কোরআন তিলাওয়াত করুন
বেজোড় রাতে বেশি বেশি কোরআন তিলাওয়াত করুন। আল্লাহর কালাম হৃদয়ে প্রশান্তি এনে দেয়।

দোয়া ও ইস্তিগফার করুন
এই রাতগুলোতে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চান। রাসুল (সা.) দোয়া শিখিয়েছেন—

"اللهم إنك عفو تحب العفو فاعف عني"
(উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, তুহিব্বুল আফওয়া ফা’ফু আন্নি)।

নফল নামাজ আদায় করুন
যত বেশি সম্ভব নফল নামাজ পড়ার চেষ্টা করুন।

দরুদ শরিফ পড়ুন
রাসুল (সা.) বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি দরুদ পাঠ করে, সে কিয়ামতের দিন তার সুপারিশ লাভ করবে।

বেজোড় রাতগুলোতে ইবাদত করার মাধ্যমে আমরা আল্লাহর রহমত ও মাগফিরাত লাভ করতে পারি। তাই এ সময় গাফিলতি না করে বেশি বেশি ইবাদতে মনোনিবেশ করা উচিত। 

শিলা ইসলাম

×