
ছবি: সংগৃহীত
ইসলামের ইতিহাস ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন নিয়ে বিশ্বের সবচেয়ে বড় জাদুঘর ‘আস সিরাহ মিউজিয়াম’ মদিনায় চালু হয়েছে। এটি ইসলামের ইতিহাস ও সংস্কৃতির এক অনন্য সংরক্ষণাগার, যেখানে আধুনিক প্রযুক্তির মাধ্যমে নবীজির (সা.) জীবন ও ইসলামের বিকাশ চিত্রিত করা হয়েছে।
এটি বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ জীবনীমূলক ইসলামিক জাদুঘর, তিন ধাপে নির্মিত বিশাল জাদুঘর। এটি নবীজির (সা.) জীবন, হাদিস ও ইসলামিক ঐতিহ্যের প্রদর্শনী হিসেবে পরিচিত। এছাড়াও এখানে আছে বিশ্বের ২৫টিরও বেশি ভাষায় ব্যাখ্যা ও নির্দেশনা।
আস সিরাহ মিউজিয়ামে থ্রিডি হোলোগ্রাফিক ডিসপ্লে, ভার্চুয়াল রিয়েলিটি ও ইন্টারঅ্যাকটিভ স্ক্রিনের মাধ্যমে নবীজির (সা.) সময়কার দৃশ্য জীবন্তভাবে উপস্থাপন করা হয়েছে। দর্শনার্থীরা ভার্চুয়াল সফরের মাধ্যমে নবীজির মক্কা থেকে মদিনায় হিজরতের অভিজ্ঞতা নিতে পারেন।
এই মিউজিয়ামে আছে ইসলামের প্রাথমিক যুগের ঘটনা ও যুদ্ধের দৃশ্যপট, নবীজির (সা.) ব্যবহৃত জিনিসপত্রের প্রতিরূপ, কুরআনের ঐতিহাসিক নথি ও হাদিস এবং ইসলাম প্রচারের ইতিহাস ও সাহাবাদের জীবনকাহিনি।
শিলা ইসলাম