
ছবি: সংগৃহীত
পাকা চুল কালো করা নিয়ে ইসলামী শরিয়তের অবস্থান সম্পর্কে জনপ্রিয় ইসলামিক বক্তা এবং আসসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন।
তিনি বলেন, "চুলে কালো কালি বা কালো রং ব্যবহার করা জায়েজ নয়, ফরজ গোসল পরের কথা।" নবী করীম (সাঃ) নির্দেশ দিয়েছেন, যারা পাকা চুল ও দাড়ি রং করতে চান, তারা কালো রং পরিহার করবেন।
শায়খ আহমাদুল্লাহ আরও বলেন, "কালোর সাথে অন্য কোনো রং মিশিয়ে ব্যবহার করা যায়।" তবে সম্পূর্ণ কালো রং ব্যবহার করা নাজায়েজ এবং গুনাহের কাজ বলে তিনি উল্লেখ করেন।
এছাড়া অজুর বিষয়ে তিনি বলেন, বাজারে পাওয়া আর্টিফিশিয়াল মেহেদী বা রঙ ব্যবহার করলে অজু সহিহ হবে, কারণ এতে পানির প্রবাহে বাধা সৃষ্টি হয় না। তবে যে কোনো প্রসাধনী ব্যবহারের ক্ষেত্রে শরিয়তের বিধান মেনে চলার পরামর্শ দেন তিনি।
সূত্র: https://youtu.be/N5hObvS8srM?si=M23uPbtFab8-sel7
আবীর