ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১

ঈদে সালামির ইসলামি বিধান কী?

প্রকাশিত: ১৬:০২, ২২ মার্চ ২০২৫

ঈদে সালামির ইসলামি বিধান কী?

ছবি: সংগৃহীত

পা ছুঁয়ে সালাম করার কোনো বিধান ইসলাম দেয় নি। কারো প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে গিয়ে তার সামনে মাথা নুইয়ে ফেলা এটি আমাদের নামাজের রুকুর সাথে কিছুটা সাদৃশ্য হয়ে যায়। ফলে এটি করা উচিত নয়। এটি সুন্নাহ বিরোধী কাজ। এটি সরাসরি শিরক নয়, কিন্তু এর সমধর্মী কাজ।

ঈদের সময় কিছু হাদিয়া বা উপহার পাওয়ার জন্য বাচ্চারা বড়দেরকে সালাম করলে তাদেরকে টাকা বা কিছু দেওয়ায় কোনো সমস্যা নেই। এটি আমাদের দেশের একটি প্রচলিত সংস্কৃতি। কুরআন বা হাদিসের সাথে এটি সাংঘর্ষিক নয়।

তবে, পা ছুঁয়ে সালাম করলে তা হতে পারে শিরকের কাছাকাছি পাপ। কারণ, মানুষ হিসেবে কেবলমাত্র আল্লাহর সামনে মাথা নত করা জায়েজ। মৌখিক সালাম দিলে তার উত্তর নেওয়া ও ঈদ উপলক্ষে উপহার দেওয়ায় কোনো বাধা নেই।

সূত্র: https://youtube.com/shorts/HEevaXE1HIw?si=O2MeArEqQPKopK21

মায়মুনা

×