ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১

পরিবারে একেরপর এক বিপদ এলে করণীয় কী?

প্রকাশিত: ১০:৫৪, ২২ মার্চ ২০২৫; আপডেট: ১১:১৪, ২২ মার্চ ২০২৫

পরিবারে একেরপর এক বিপদ এলে করণীয় কী?

ছবি: সংগৃহীত

পরিবারে একেরপর এক বিপদ আসতে থাকলে খেয়াল করতে হবে পরিবারের কারো দ্বারা আল্লাহ তাআলার নাফরমানি হচ্ছে কি না। ঘরে কোনো প্রিন্টেড ছবি বা অবয়ব পড়ে আছে কি না। এগুলো একত্র করে ফেলে দেওয়া উচিত। বাসায় এগুলো রাখা উচিত নয়।

রহমতের ফেরেশতা আসার পথে যে বাধা আসে সে বাধাগুলো থেকে বাসা বা ঘরকে মুক্ত করা দরকার। তাহলে আমরা বিপদ থেকে অনেকটা রক্ষা পেতে পারব। সেইসাথে পরিবারের সবার তাকওয়া অবলম্বন করা উচিত এবং বিপদ থেকে রক্ষার যে নিয়মিত আমলগুলো আছে যেমন: ইস্তেগফার পাঠ করা, দরূদ বেশি বেশি পাঠ করা, দোয়া ইউনুস পাঠ করা উচিত। সাধ্যমতো দান সদকা করা উচিত।

এরপরেও যদি বিপদ না কাটে তাহলে হতাশ বা বিপথগামী না হয়ে আল্লাহর রাস্তায় থাকা ও আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করা উচিত। ইহকালের বিপদের পরীক্ষার মাধ্যমে পরকালের মুক্তির চেষ্টা করা উচিত।

সূত্র: https://youtu.be/CuhRxSCGZaI?si=dSInhGYCeuNNQzoV

মায়মুনা

×