ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১

গান শোনা যে কারণে ইসলামে নিষিদ্ধ!

প্রকাশিত: ০০:০৬, ২২ মার্চ ২০২৫

গান শোনা যে কারণে ইসলামে নিষিদ্ধ!

ছবি: সংগৃহীত

ইসলামে জীবনযাপনের প্রতিটি বিষয়ে সুস্পষ্ট দিকনির্দেশনা রয়েছে, যার মধ্যে বিনোদন ও সাংস্কৃতিক কর্মকাণ্ডও অন্তর্ভুক্ত। ইসলামী শিক্ষায় গান-বাজনা শোনা এবং বাদ্যযন্ত্র ব্যবহারকে নিরুৎসাহিত করা হয়েছে, এমনকি কিছু ক্ষেত্রে তা সম্পূর্ণ হারাম হিসেবে বিবেচিত হয়েছে।

ইসলামের মূল গ্রন্থ আল-কুরআনের বিভিন্ন আয়াতে গান-বাজনার বিষয়ে সতর্ক করা হয়েছে। সূরা লুকমানের ৬ নম্বর আয়াতে বলা হয়েছে, "আর কিছু মানুষ আছে, যারা মানুষকে পথভ্রষ্ট করার জন্য অসার কথা (গান-বাজনা) ক্রয় করে এবং আল্লাহর পথ থেকে দূরে রাখে।" (সূরা লুকমান: ৬)

এছাড়া, হাদিসেও স্পষ্টভাবে গান-বাজনার নিষেধাজ্ঞা এসেছে। নবী করিম (সা.) বলেন, "আমার উম্মতের মধ্যে কিছু লোক থাকবে, যারা ব্যভিচার, মদপান ও বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে।" (সহিহ বুখারি, হাদিস: ৫৫৯০)

গান-বাজনা শোনা ধীরে ধীরে মানুষের আত্মাকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দেয় এবং হৃদয়ে কঠোরতা সৃষ্টি করে। অনেক ইসলামিক পণ্ডিতের মতে, সংগীত অপ্রয়োজনীয় আবেগ সৃষ্টি করে, যা মানুষের চরিত্র ও আচরণকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে।

বর্তমান যুগের অনেক গানেই অশ্লীলতা, মিথ্যা প্রেমের গল্প এবং অনৈতিক বার্তা থাকে, যা মানুষের নৈতিকতা নষ্ট করতে পারে। ইসলামে এসব কর্মকাণ্ড কঠোরভাবে নিষিদ্ধ।

অনেক ইসলামি স্কলার মনে করেন, এমন গান যা আল্লাহর প্রশংসা, নবীর স্তুতি বা ইসলামী শিক্ষা প্রচার করে, সেগুলো শোনা হারাম নয়। উদাহরণস্বরূপ, নাশিদ বা হামদ-নাত গ্রহণযোগ্য বলে অনেকে মত দেন, তবে সেগুলোও বাদ্যযন্ত্র ছাড়া হতে হবে।
 

শিলা ইসলাম

×