ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১

যেসব কিডনি রোগীরা রোজা রাখতে পারবেন না

প্রকাশিত: ২২:০৯, ২১ মার্চ ২০২৫

যেসব কিডনি রোগীরা রোজা রাখতে পারবেন না

ছবি: সংগৃহীত

রমজান মাসে রোজা রাখা মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুশীলন। তবে, কিছু শারীরিক অবস্থার কারণে অনেকেই রোজা রাখতে পারেন না। বিশেষ করে, কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য রোজা রাখা ঝুঁকিপূর্ণ হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, ক্রনিক কিডনি ডিজিজ (সিকেডি) বা দীর্ঘমেয়াদি কিডনি রোগের রোগীদের ক্ষেত্রে রোজা রাখা কতটা নিরাপদ, তা তাদের রোগের স্তরের ওপর নির্ভর করে। সিকেডির মোট পাঁচটি স্টেজ রয়েছে, যার মধ্যে প্রথম ও দ্বিতীয় পর্যায়ের রোগীরা চিকিৎসকের পরামর্শ নিয়ে রোজা রাখতে পারেন। তবে স্টেজ ফোর ও ফাইভে থাকা রোগীদের জন্য রোজা রাখা বিপজ্জনক হতে পারে।

যাদের কিডনির কার্যক্ষমতা খুব কম (স্টেজ ৪ ও ৫) – যাদের কিডনির কার্যক্ষমতা ১৫ শতাংশের নিচে নেমে গেছে, তাদের শরীরে টক্সিন জমে যাওয়ার ঝুঁকি থাকে।

যারা ডায়ালাইসিস নিচ্ছেন – কিডনি বিকল হওয়ার কারণে যাদের নিয়মিত ডায়ালাইসিস করতে হয়, তারা দীর্ঘ সময় পানি ও খাবার না খেলে গুরুতর শারীরিক সমস্যায় পড়তে পারেন।

যাদের ক্রিয়েটিনিনের মাত্রা অনেক বেশি – ক্রিয়েটিনিন বেশি থাকলে শরীরে পানির ভারসাম্য নষ্ট হতে পারে, যা দীর্ঘক্ষণ খাবার ও পানি না খেলে আরও খারাপ অবস্থার সৃষ্টি করতে পারে।

যাদের কিডনি প্রতিস্থাপন হয়েছে ও নিয়মিত ওষুধ খেতে হয় – ট্রান্সপ্লান্টকৃত কিডনি ঠিকমতো কাজ করতে হলে নিয়মিত ওষুধ গ্রহণ করতে হয়, যা রোজা রাখলে সম্ভব নাও হতে পারে।
 

শিলা ইসলাম

×