
ছবি: সংগৃহীত
নামাজ ইসলামের অন্যতম প্রধান ইবাদত, যা মুমিনদের জন্য দৈনিক পাঁচবার আদায় করা ফরজ। তবে অনেক মুসল্লি নামাজ আদায়ের সময় কিছু সাধারণ ভুল করে থাকেন, যা নামাজের সঠিকতা ও পূর্ণতা ব্যাহত করতে পারে। নিচে এমন কিছু সাধারণ ভুল তুলে ধরা হলো:
তাড়াহুড়ো করে নামাজ আদায় করা:
অনেকেই নামাজে রুকু, সিজদা ও তাশাহুদে তাড়াহুড়ো করেন, যা সুন্নাহ পরিপন্থী। রাসুলুল্লাহ (সা.) ধীরস্থিরভাবে নামাজ আদায়ের নির্দেশ দিয়েছেন। তাড়াহুড়ো করে নামাজ আদায় করলে তা শুদ্ধ হওয়া নিয়ে সন্দেহ থাকে।
মনে মনে কিরাত পড়া:
কিরাত পাঠের সময় ঠোঁট ও জিহ্বা নাড়ানো আবশ্যক। শুধুমাত্র মনে মনে কিরাত পড়লে তা শুদ্ধ হয় না, কারণ এটি তিলাওয়াত হিসেবে গণ্য হয় না।
জামাত চলাকালীন সুন্নাত নামাজ পড়া:
তবে ইকামাতের পর ফরজ নামাজ ব্যতীত অন্য কোনো নামাজ পড়া নিষিদ্ধ।
ফরজ নামাজের পর তৎক্ষণাৎ সুন্নাত শুরু করা:
ফরজ নামাজের সালাম ফেরানোর পরপরই সুন্নাত নামাজ শুরু না করে কিছুক্ষণ বসে থেকে মাসনূন দোয়া, জিকির ও তাসবীহ পাঠ করা সুন্নাহ।
মসজিদে প্রবেশ করে সরাসরি বসে পড়া:
মসজিদে প্রবেশের পর বসার আগে দু'রাকাত তাহিয়্যাতুল মসজিদ নামাজ আদায় করা সুন্নাহ।
শিলা ইসলাম