
ছবি সংগৃহীত
রমজান মাসে রোজা পালনকারীদের মধ্যে একটি সাধারণ প্রশ্ন হলো-টুথপেস্ট ব্যবহার করে দাঁত ব্রাশ করলে রোজা ভেঙে যায় কি না? এ নিয়ে বিভিন্ন মহলে বিভ্রান্তি দেখা যায়। ইসলামিক বিশেষজ্ঞরা বলছেন, দাঁত ব্রাশ করা জায়েজ, তবে কিছু সতর্কতা অবলম্বন করা উচিত।
ইসলামী ফিকহ বিশেষজ্ঞদের মতে, যদি টুথপেস্ট মুখের ভেতর চলে গিয়ে গলা দিয়ে নিচে নেমে যায়, তাহলে রোজা ভেঙে যাবে। তবে সতর্কতার সঙ্গে টুথপেস্ট বা মিসওয়াক ব্যবহার করলে রোজার কোনো ক্ষতি হয় না।
বাংলাদেশের বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মুফতি কাজী ইব্রাহিম বলেন, "রোজা অবস্থায় ব্রাশ করা যাবে, তবে নিশ্চিত করতে হবে যে, টুথপেস্টের অংশ বা ফেনা গলা দিয়ে না নামে। সতর্ক থাকলে এটি রোজার জন্য ক্ষতিকর নয়।"
এ বিষয়ে আরও ব্যাখ্যা দিয়ে মুফতি ফয়জুল করীম বলেন, "সুন্নাহ অনুযায়ী, মিসওয়াক করা উত্তম। তবে কেউ যদি টুথপেস্ট দিয়ে ব্রাশ করতে চায়, তাহলে খুব সতর্কভাবে করতে হবে, যেন কিছু গিলে না ফেলে।
আশিক